আলাপ:আলবার্ট আব্রাহাম মাইকেলসন

সাম্প্রতিক মন্তব্য: Muhammad কর্তৃক ১৬ বছর পূর্বে

মাইকেলসন উচ্চারণ-ই বেশী শুনেছি। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৩:৩৯, ২০ মে ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

বাংলা একাডেমির কিছু বইতে মাইকেলসন ব্যবহার করতে দেখেছি।--দায়ীন(আলাপ)/(অবদান) ০৫:৩৯, ২২ নভেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
ইংরেজি উইকিপিডিয়ায় লেখা নিবন্ধ অনুসারে জার্মান ভদ্রলোক মার্কিন নাগরিক হবার পর ওনার শেষ নামের বানান একই থাকলেও উচ্চারণ ইংরেজিকৃত হয়ে যায়। অর্থাৎ যুক্তরাষ্ট্রে সবাই তাঁকে মাইকেলসন বলে ডাকে। মেরিয়াম-ওয়েবস্টার অভিধানেও মাইকেলসন বলছে - http://www.m-w.com/dictionary/michelson। কলাম্বিয়া বিশ্বকোষেও মাইকেলসন উচ্চারণ লিখেছে - http://www.bartleby.com/65/mi/Michelso.html। যেহেতু উনি শেষ পর্যন্ত মার্কিন নাগরিক হয়েছিলেন, সেহেতু মার্কিন উচ্চারণই মনে হয় গ্রহণীয়। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:২৩, ২২ নভেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

আমিও আসলে মাইকেলসন নামটিই বেশি শুনেছি। তবে উইকিতে আগেই মাইকেলসন নামে নিবন্ধ তৈরী করা ছিল। তাই এমনটি করেছি। দায়ীন, সপ্তর্ষি, অর্ণব সবাই যেহেতু একমত তাই মাইকেলসন-এ সরিয়ে নিচ্ছি। -- মুহাম্মদ ০৮:১০, ২২ নভেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

"আলবার্ট আব্রাহাম মাইকেলসন" পাতায় ফেরত যান।