আলাপ:আমার সোনার বাংলা

সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ২ বছর পূর্বে "তথ্যপ্রমাদ" অনুচ্ছেদে

উইকিসংকলনে স্থানান্তর প্রসঙ্গে সম্পাদনা

উইকিসংকলনে স্থানান্তর করার জন্য যে ট্যাগটি লাগানো হয়েছে। আমার মনে হয় সেটির প্রয়োজন নেই। উইকিসংকলনে এই পৃষ্ঠাটি রয়েছে। আর জাতীয় সংগীত নিয়ে উইকিপিডিয়ায় পৃষ্ঠা করাই যায়। --অর্ণব দত্ত (আলাপ) ০৩:৪০, ৮ মার্চ ২০১০ (ইউটিসি)উত্তর দিন

এ ব্যাপারে একমত।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:১৬, ৮ মার্চ ২০১০ (ইউটিসি)উত্তর দিন

গানের কথা প্রসঙ্গে সম্পাদনা

গানের কথার অনুচ্ছেদটি যদি একটি ছকের মধ্যে করা হলে আমার মনে হয় একটু ভাল হত। তাহলে স্তাবকগুলো পড়তে একটু সুবিধা হয়। --ইয়াহিয়া (আলাপ) ১৭:৩৯, ২৮ এপ্রিল ২০১০ (ইউটিসি)উত্তর দিন

গানের সুর প্রসঙ্গে সম্পাদনা

গানটির সুর গগণ হরকরা এর “আমি কোথায় পাব তারে” থেকে গ্রহণ করা। ইংরেজি উইকিপিডিয়াতে সে অনুযায়ী সুরকার হিসেবে গগণ হরকরা এর নাম দেয়া। বাংলা উইকিপিডিয়াতেও তাই করা উচিত? – Jihan (আলাপ) ১২:৫৭, ৫ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছে ~মহীন (আলাপ) ০৯:৪০, ৬ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

mi.ontor MD.ONTOR590 (আলাপ) ০৫:৫৬, ৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

তথ্যপ্রমাদ সম্পাদনা

এ নিবন্ধে লেখা হয়েছে ‘‘১৩ জানুয়ারি, ১৯৭২ তারিখে মন্ত্রীসভার প্রথম বৈঠকে এ গানটির প্রথম দশ লাইন সদ্যগঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়।’’ - আমার জানা মতে স্বাধীন বাংলাদেশের মন্ত্রীসভার প্রথম বৈঠক ডিসেম্বর মাসেই (১৯৭১) অনুষ্ঠিত হয়েছিল।—Faizul Latif Chowdhury (আলাপ) ০৫:১৯, ৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

"আমার সোনার বাংলা" পাতায় ফেরত যান।