আলাপ:আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড

সাম্প্রতিক মন্তব্য: Ishtiak Abdullah কর্তৃক ১০ মাস আগে "মাধ্যমিকের উপরের স্তরের শিক্ষা থাকা চলবে না" অনুচ্ছেদে

মাধ্যমিকের উপরের স্তরের শিক্ষা থাকা চলবে না সম্পাদনা

"মাধ্যমিকের উপরের স্তরের শিক্ষা থাকা চলবে না।" এই বক্তব্যটা একটু confusing। ১১ ও ১২ ক্লাসের ছেলেমেয়েদের সংখ্যাই ভারত থেকে গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের মধ্যে বেশী। এদের পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক বলা হয়। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ২৩:৫৬, ২৬ অক্টোবর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রেও কথাটা সত্য- গণিত অলিম্পিয়াডে উচ্চ মাধ্যমিকের (১১ ও ১২ ক্লাস) শিক্ষার্থীদের-ই বেশি প্রাধান্য দেখা যায়। যেহেতু বাংলা উইকিপিডিয়ার মূল ব্যবহার প্রধানত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গতে, এবং এ দুই অঞ্চলেই আমরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে উচ্চ মাধ্যমিক স্তর এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে, সেহেতু বাংলা উইকিপিডিয়ায় উচ্চ মাধ্যমিক লেখাটাই যুক্তিযুক্ত। আমার মনে হয়, ইংরেজি নিবন্ধে 'secondary' শব্দ থাকার জন্য বাংলা নিবন্ধতে 'মাধ্যমিক' লেখা হয়েছে। Ishtiak Abdullah (আলাপ) ০৮:৩০, ২৩ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন


অংক সম্পাদনা

প্রশ্নপত্রে ছয়টি সমস্যা (বা অংক) থাকে, প্রতিটি সমস্যা সমাধানের জন্য ৭ নম্বর দেয়া হয়।

অংক = digit

তাই আমি "(বা অংক)" মুছে দিলাম ।

Raiyan (talk) ০৯:১৭, ২০ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

"আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড" পাতায় ফেরত যান।