আলাপ:আজিরিয়া মাদ্রাসা

সাম্প্রতিক মন্তব্য: UserNumber কর্তৃক ১ বছর পূর্বে "লেখার শৈলী" অনুচ্ছেদে

লেখার শৈলী সম্পাদনা

@UserNumber: নিবন্ধ লেখার শৈলী এমন হওয়া উচিত যাতে বুঝতে ও পড়তে সুবিধা হয়। তাই আমি এই নিবন্ধ সম্পাদনা করি। আমার মনে হয় এভাবেই এই নিবন্ধটা রাখা উচিত। তাছাড়া এমনভাবে লিখলে লেখা আরো সরল ও সহজ হয়। মেহেদী আবেদীন ১৪:৩২, ২০ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin: যেখানে দীর্ঘ-ঈ থাকত, সেখানে আপনি হ্রস্ব-ই দিয়েছেন। আমি বুঝতে পারছি আপনি সহজ বানানোর জন্য করেছেন কিন্তু বাংলা বানানের নিয়মকে সম্মান করা দরকার। --UserNumber (আলাপ) ১৪:৩৭, ২০ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@UserNumber: বর্তমানে খ্রীষ্টাব্দের চেয়ে খ্রিস্টাব্দ বেশি প্রচলিত। আমি আগের বইগুলোতে খ্রীষ্টাব্দ থাকলেও নতুন বইয়ে আমি খ্রিস্টাব্দ দেখেছি। তাছাড়া এটাই আসল কারণ নয়, "পয়দা", "কায়েম", "খান্দান" ইত্যাদি বাংলাদেশীদের নিকট পরিচিত হলেও ভারতীয় বাঙালীদের নিকট পরিচিত নয়৷ তাই এসব ভেবেই এই সম্পাদনা করেছিলাম। মেহেদী আবেদীন ১৪:৪০, ২০ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সরকারি ওয়েবসাইটেও "খ্রিস্টাব্দ" উল্লেখ করা হয়েছে। এটা দেখুনমেহেদী আবেদীন ১৪:৪৩, ২০ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin: আগের বইগুলোতে পাওয়া যায় কারণ আগে আগে লোকেরা সঠিক বানান নিয়ে লেখতেন। আজকাল সহজকরণের নামে বাংলা বানানের নিয়ম পুরাই ভিত্তিহীন হয়ে গেছে। আফসোস... যাই হোক বাংলা উইকিপিডিয়া যারা ব্যবহার করেন, তারা বেশীরভাগই বাংলাদেশী, এবং বাংলাদেশী বাঙ্গালীরা বাঙ্গালী জাতির সংখ্যাগুরু। সংখ্যালঘু ঘটিদের জন্য সংখ্যাগুরুর ভাষা কেন বদলাবো? আপনি তো বললেনই, এই শব্দগুলা বাংলাদেশে খুব প্রচলিত। বাংলা ভাষার নিয়ন্ত্রক সংস্থা বাংলা একাডেমির অভিধানে "পয়দা", "কায়েম", "খান্দান" ইত্যাদি পাওয়া যায়। আমি এই শৈলীতে লিখতে পছন্দ করি, এবং বদলাতে পারবো না (এক লোকের এক শৈলী, বদলাতে তো যায় না) আমি বাংলা উইকিপিডিয়ায় অনেক কিছু করতে চাই। যদি অনুমুতি দেন, আমি অবদান রাখতেই থাকবো, কিন্তু এই শৈলী বাদ দিতে পারবো না। আমাকে এভাবে চালিয়ে যেতে দিন.. ধন্যবাদ --UserNumber (আলাপ) ১৬:৪৪, ২০ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আরেক জিনিস হচ্ছে এই নিবন্ধ বাংলাদেশের একটি মাদ্রাসা নিয়ে। ঘটিরা যে এই নিবন্ধ পড়বে, তা মনে হয় না। অন্য নিবন্ধে বুঝলাম, কিন্তু বাংলাদেশ-সম্পর্কিত নিবন্ধে শব্দ বদলানোর দরকার নেই। --UserNumber (আলাপ) ১৬:৪৬, ২০ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"আজিরিয়া মাদ্রাসা" পাতায় ফেরত যান।