আলাপ:আজম তারিক

সাম্প্রতিক মন্তব্য: Owais Al Qarni কর্তৃক ৩ বছর পূর্বে "কিছু পরামর্শ" অনুচ্ছেদে

দৃষ্টি আকর্ষণ সম্পাদনা

ভাই, আমি বর্তমানে একটু ব্যস্ত আছি। অনুগ্রহপূর্বক নিবন্ধটির উন্নতি করুন। ☞ 🇧🇩সাফী মাহফূজ🇧🇩 (বলুন শুনছি) ১২:০০, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

User:Safi Mahfouz ঠিক আছে। - ওয়াইস আলাপ ১২:০৫, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

কিছু পরামর্শ সম্পাদনা

@Safi Mahfouz: ভাই, এই পাতার উপর ভিত্তি করে কিছু পরামর্শ দিতে চাই। আপনি এই পাতার শুরুতে মুহাম্মদ শব্দটি লাগিয়েছেন। আমি আরবি, ইংরেজি, উর্দু কোথাও ওনার নামের শুরুতে মুহাম্মদ শব্দটি পাই নি। আমার মতে, যেখানে যা নাই, সেটি না লেখায় উচিত, যেহেতু মুহাম্মদ একটা কমন শব্দ।

দ্বিতীয়ত, আপনি বিভিন্ন নিবন্ধ তৈরী করলে শিরোনামে অমুক (ইসলামি ব্যক্তিত্ব) এরকম লিখে দেন। আমার মনে হয়, এই কাজটি তখনই করা উচিত যখন একই নামে ভিন্ন নিবন্ধ থাকে। আদারওয়াইজ, এটা করার দরকার পড়ে না। ধন্যবাদ। - ওয়াইস আলাপ ১৮:০৮, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"আজম তারিক" পাতায় ফেরত যান।