আলাপ:আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান

সাম্প্রতিক মন্তব্য: Jonoikobangali কর্তৃক ১৪ বছর পূর্বে "নাম" অনুচ্ছেদে

নাম সম্পাদনা

এটার সাইনবোর্ডে কী নাম ‘বটানিক্যাল’-ই লেখা? আমরা বাংলাদেশিরা আবার ‘বোটানিক্যাল’ দেখে অভ্যস্ত.... — তানভির আলাপ অবদান ০৫:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

সাইনবোর্ডের কথা বলতে পারছি না। দীর্ঘকাল ও-দিকে যাওয়া হয়নি। তবে নিবন্ধে পল্লব মিত্রের যে বইটির উল্লেখ রয়েছে তাতে এবং ভারতকোষ নামক বিশ্বকোষে বটানিক্যাল গার্ডেন লেখা হয়েছে। খবরের কাগজে কি লেখা হয়, এই মুহুর্তে মনে পড়ছে না। চোখে পড়লে জানাবো।--অর্ণব দত্ত (talk) ০৬:৪২, ১৮ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
"আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান" পাতায় ফেরত যান।