আলাপ:অন্না হজারে

সাম্প্রতিক মন্তব্য: Suvodip Mondal কর্তৃক ২ বছর পূর্বে "অণ্ণা না অন্না" অনুচ্ছেদে

অণ্ণা না অন্না

সম্পাদনা

আছা এই নিবন্ধটির শিরোনাম কি অণ্ণা হজারে হওয়া উচিত নয়? কারণ এই ব্যক্তির মাতৃভাষা মারাঠিতে কিন্তু বানানটি अण्णा हजारे। বিষয়টি বিবেচনা করে দেখলে ভাল হয়। -তৃণাঞ্জন (আলাপ) ০৬:৪৮, ১৮ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন

বাংলা বিধি অনুযায়ী ব্যক্তিনামের বানানের ক্ষেত্রে অ-বাঙালি (অ-বাঙালি বলতে যিনি তাঁর স্বাক্ষর বাংলা হরফে কখনও করেননি) ব্যক্তির মাতৃভাষা অনুসারে হয় না, এবং বাংলায় সাধারণত অতৎসম শব্দের ক্ষেত্রে ঈ, ঊ, ঋ, ণ, ষ ইত্যাদি বর্ণ ব্যবহৃত হয় না। তাই উচ্চারণকে প্রাধান্য দিয়ে উক্ত সূত্র শরণ করে অন্না বানানই যৌক্তিক ও ঠিক। Suvodip Mondal (আলাপ) ১১:১৬, ৩০ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

"অন্না হজারে" পাতায় ফেরত যান।