আলাপ:অনুষ্কা শেট্টি

সাম্প্রতিক মন্তব্য: Sabuj Barua কর্তৃক ৮ বছর পূর্বে

আনুশ্‌কা শেঠি নাকি অনুষ্কা শেঠি বা অনুশ্‌কা শেঠী নামের যথার্থতা নিয়ে আমার সন্দেহ আছে। ব্যাকরণগত ভুল থাকলে কেউ দয়া করে শুধরিয়ে দেবেন। অনুশ্‌কা শেঠি পাতাটি অনুবাদ করা হলো।Sabuj Barua (আলাপ) ২২:১৭, ৩০ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

Sabuj Barua, বানান অনুষ্কা শেট্টি হবে। স্থানান্তর  করা হয়েছে -- বোধিসত্ত্ব (আলাপ) ১৯:৫৪, ৩১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
ভাই বোধিসত্ত্ব, যদিও আমি যতটুকু জানি নামের ক্ষেত্রে বানানে বা উচ্চারণে তেমন কোনো পার্থক্য নেই তবুও যেটা করেছেন তাতে কোনো সমস্যা নেই। কিন্তু একি নামের অনেকগুলো বানান থাকতে পারে। যেভাবেই লেখা হোক না কেনো আমি চাই সবগুলো নামের বানানের ক্ষেত্রে (যেমন এই অনুষ্কা পাতাটির ক্ষেত্রে) উইকি আন্ত সংযোগ বা রিডাইরেক্ট করে দিলে ভালো হয়। যাতে যেভাবেই লিখা হোক না কেন, যেন এই প্রবন্ধ পাতাকেই নির্দেশ করে...। যাহোক, সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ।Sabuj Barua (আলাপ) ১৪:৫০, ১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
"অনুষ্কা শেট্টি" পাতায় ফেরত যান।