আর তামিল সেলভান

ভারতীয় রাজনীতিবিদ

ক্যাপ্টেন আর. তামিল সেলভান ভারতীয় জনতা পার্টির একজন নেতা। তিনি ২০১৪ এবং ২০১৯ উভয় ক্ষেত্রেই সায়ন-কলিওয়াড়া কেন্দ্র থেকে মহারাষ্ট্র বিধানসভায় নির্বাচিত হয়েছেন। তিনি মুম্বাই পৌর কর্পোরেশনে একজন কর্পোরেটর হিসেবে কাজ করেছেন। ২৬/১১ মুম্বাই হামলার সময় কাসাব এবং তার সহযোগীরা যখন গুলি চালাতে শুরু করে তখন তিনি সিএসএমটি-এর প্রায় ৩৬ জনের প্রাণ বাঁচিয়েছিলেন। [১]

আর তামিল সেলভান
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০১৪
পূর্বসূরীজগন্নাথ শেঠি
সংসদীয় এলাকাসায়ন কলিওয়াড়া
ব্যক্তিগত বিবরণ
জন্মপিলাবিদুথি, করমবক্কুদি, পুদুকোট্টাই
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
পেশারাজনীতিবিদ
ওয়েবসাইটmahabjp.org

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Pudukai Ryots' Son Tamil is Now Maharashtra's Selvan"। ২৩ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২১