আর. রামানাথান

ভারতীয় রাজনীতিবিদ

আর. রামানাথান (আনু. ১৯৪৮ – ৩ ডিসেম্বর ২০১৯) ভারতের পুদুচেরির একজন রাজনীতিবিদ ছিলেন যিনি দ্রাবিড় মুনেত্র কড়গমের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি দুইবার পুডুচেরী বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

আর. রামনাথান
পুদুচেরি বিধানসভা
কাজের মেয়াদ
১৯৮৫ – ১৯৯১
পূর্বসূরীএম. এ. শানমুগাম
উত্তরসূরীটি. থিয়াগারাজান
সংসদীয় এলাকাকুরুভিনাথাম
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯৪৮
মৃত্যু৩ ডিসেম্বর ২০১৯ (বয়স ৭১)
রাজনৈতিক দলদ্রাবিড় মুনেত্র কড়গম
আত্মীয়স্বজনআর. রাধাকৃষ্ণাণ

জীবনী সম্পাদনা

আর. রামানাথান ১৯৮৫ সালে কুরুভিনাথাম থেকে পুদুচেরি বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[১] ১৯৯০ সালে তিনি পুনরায় কুরুভিনাথাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হন।[২] তিনি আর. রাধাকৃষ্ণাণের পিতা যিনি পুডুচেরী বিধানসভার বিধায়ক ও লোকসভা সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আর. রামানাথান ২০১৯ সালের ৩ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সে প্রয়াত হন।[৩][৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Pondicherry Assembly Election Results in 1985"www.elections.in। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯ 
  2. "Pondicherry Assembly Election Results in 1990"www.elections.in। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯ 
  3. "Former MLA passes away"United News of India। ৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৯ 
  4. "Former DMK MLA dead"The Hindu। ৪ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৯