আর্সেনি শুরুনভ

রুশ দাবাড়ু

আর্সেনি শুরুনভ (রুশ: Арсений Сергеевич Шурунов ; জন্ম ২৬ মে ১৯৯৬) একজন রুশ দাবাড়ু, যিনি ফিদে মাস্টার (২০০৬) খেতাব ধারণ করেন।

আর্সেনি শুরুনভ
দেশরাশিয়া
জন্ম (1996-05-26) ২৬ মে ১৯৯৬ (বয়স ২৭)
খেতাবফিদে মাস্টার (২০০৬)
সর্বোচ্চ রেটিং2285 (May 2014)

জীবনী সম্পাদনা

আর্সেনি শুরুনভ চেলিয়াবিনস্ক দাবা স্কুলের ছাত্র। তিনি রাশিয়ার হয়ে ইউরোপীয় যুব দাবা চ্যাম্পিয়নশিপ এবং বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে বিভিন্ন বয়সের গ্রুপে খেলেন, ২০০৬ সালে হারসেগ নোভিতে তার সেরা ফলাফল অর্জন করেন, যেখানে তিনি অনুর্ধ্ব-১০ বয়সের গ্রুপে ইউরোপীয় যুব দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।[১] এই সাফল্যের জন্য তিনি ফিদে মাস্টার উপাধিতে ভূষিত হন। ২০০৮ সালে, আর্সেনি শুরুনভ অনুর্ধ্ব-১২ বয়সী গ্রুপে ইউরোপীয় যুব র‌্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ জিতেছেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা