আর্সেনাল মহিলা ফুটবল ক্লাব
আর্সেনাল মহিলা ফুটবল ক্লাব পুরুষদের দল থেকে নিজেদের আলাদা করার আগে সাধারণত আর্সেনাল বলা হয়।[১][২] প্রতিষ্ঠিত হয় ১৯৮৭ সালে। ২০০২ সালে ক্লাবটি সেমি-পেশাদার দলে পরিণত হয়। ক্লাবের ম্যানেজার ভিক আকার্স যিনি একই সাথে মূল ক্লাবের পোশাক ম্যানেজার। ইংল্যান্ড মহিলা ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল ক্লাব আর্সেনাল এলএফসি। ক্লাবটি বর্তমানে এফএ ওমেন'স প্রিমিয়ারলীগ, উয়েফা ওমেন'স কাপ শিরোপাধারী। অফিসিয়ালি মূল ক্লাবের থেকে মহিলা ক্লাব আলাদা হলেও মূল ক্লাবের বর্তমান পরিচালক একই সাথে মহিলা ক্লাবটিও পরিচালনার দ্বায়িত্ব পালন করছেন। আর্সেনাল এলএফসি বছরে একদিন এমিরেট্স স্টেডিয়ামে খেলার সুযোগ পায়। বছরের বাকি সময়ে তারা নিজেদের খেলার জন্য বোরহ্যাম উড ফুটবল ক্লাবের মাঠ ব্যবহার করে থাকে।
পূর্ণ নাম | আর্সেনাল মহিলা ফুটবল দল | |||
---|---|---|---|---|
ডাকনাম | দি গানার্স | |||
প্রতিষ্ঠিত | ১৯৮৭ | |||
মাঠ | বোরহ্যাম উড | |||
ধারণক্ষমতা | ৪,৫০২ (৬০০ আসন) | |||
সভাপতি | কেইথ এডেলম্যান | |||
ম্যানেজার | ভিক আকার্স | |||
লিগ | এফএ ওমেন'স প্রিমিয়ারলীগ জাতীয় বিভাগ | |||
|
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Important update from our women's team"। Arsenal Media। ২৮ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৭।
- ↑ "Women's Super League One : Arsenal drop 'Ladies' from name"। BBC Sport। ২৮ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৭।