আর্যাবর্ত

(আর্য্যাবর্ত্ত থেকে পুনর্নির্দেশিত)

আর্যাবর্ত (সংস্কৃত: आर्यावर्त, আর্য়াভ়্যর্ত্য, সংস্কৃত উচ্চারণ: [aːrjaːˈʋərtə]) বলতে ভারতীয় উপমহাদেশের উত্তরের অংশকে বোঝায়। আর্যাবর্ত শব্দের আক্ষরিক অর্থ "আর্যদের ভূমি"।[ক][৩][৪] ধর্মশাস্ত্র এবং সূত্র-সহ বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে আর্যাবর্ত বলতে ভারতীয় উপমহাদেশের ইন্দো-আর্য জনগোষ্ঠীর বাসস্থানকে বোঝাত যেখানে আর্যদের ধর্ম ও অনুষ্ঠান প্রাধান্য পেয়েছিল। সময়ের সঙ্গে আর্যাবর্তের পরিধি ক্রমশ বৃদ্ধি পেয়েছিল, যা বিভিন্ন হিন্দু সূত্র মারফত জানা যায়, যেহেতু বৈদিক পরবর্তী সময়ে ঐতিহাসিক বৈদিক ধর্ম পূর্বদিকে বিস্তৃত হয়েছিল।[৫][৬]

বৈদিক যুগের শেষে (খ্রিস্টপূর্ব ১১০০–৫০০) আর্যাবর্তের আনুমানিক বিস্তৃতি। আর্যাবর্ত উত্তর-পশ্চিম ভারত ও পশ্চিম গঙ্গা সমভূমিতে সীমাবদ্ধ ছিল, অন্যদিকে পূর্বাঞ্চলে অবৈদিক আর্যদের বাস ছিল, যারা জৈনবৌদ্ধধর্মের বিকাশ ঘটিয়েছিল।[১][২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Bronkhorst, Johannes (২০০৭)। Greater Magadha: Studies in the Culture of Early India। BRILL। আইএসবিএন 9789004157194 
  2. Samuel, Geoffrey (২০১০)। The Origins of Yoga and Tantra. Indic Religions to the Thirteenth Century। Cambridge University Press। 
  3. Aryavarta, Monier Williams Sanskrit English Dictionary (1899)
  4. Apte, Vaman Shivaram (১৯৫৭)। "Revised and Enlarged Edition of Prin. V. S. Apte's The Practical Sanskrit-English Dictionary"। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. Bronkhorst, Johannes (২০১১), Buddhism in the Shadow of Brahmanism, BRILL 
  6. Scharfe, Hartmut (১৯৮৯)। Handbuch der Orientalistik: Indien (ইংরেজি ভাষায়)। BRILL। পৃষ্ঠা 12। আইএসবিএন 9004090606 

পাদটীকা সম্পাদনা

  1. সংস্কৃত শব্দ আর্য প্রথমদিকে তাদেরকে বোঝাত যারা বৈদিক সংস্কৃত ভাষায় বলত এবং বৈদিক সংস্কৃতি মেনে চলত (যেমন, ধার্মিক অনুষ্ঠান এবং কাব্য)। বিপরীতে অনার্য বলতে বহিরাগতদের বোঝাত। গৌতম বুদ্ধের সময় (খ্রিস্টপূর্ব পঞ্চম–চতুর্থ শতাব্দী) আর্য বলতে অভিজাতদের বোঝাতে লাগল।