আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ

ঢাকায় অবস্থিত সামরিক বাহিনীর মেডিকেল কলেজ

আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (এএফএমসি) ঢাকা ক্যান্টনমেন্টের অভ্যন্তরে অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ। বাংলাদেশ সরকার ১৯৯৯ সালে এটি প্রতিষ্ঠা করে। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দ্বারা পরিচালিত ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একমাত্র সরকারি মেডিকেল কলেজ। ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এর অন্তর্ভুক্ত ছিল। ২০০৯ সাল থেকে এটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) অধিভুক্ত। [] এতে দুই ধরনের ছাত্র রয়েছে: মেডিকেল ক্যাডেট (এএফএমসি ক্যাডেট) এবং আর্মি মেডিকেল কর্পস ক্যাডেট (এএমসি ক্যাডেট)।

আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ
এএফএমসি
আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের মনোগ্রাম
নীতিবাক্যজ্ঞানই শক্তি,সেবাই ধর্ম
ধরনসরকারি মেডিকেল কলেজ
স্থাপিত১৯৯৯
কমান্ড্যান্টমেজর জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা
ঠিকানা, ,
সংক্ষিপ্ত নামএ এফ এম সি
অধিভুক্তিবাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্
ওয়েবসাইটafmc.edu.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন মেডিকেল ক্যাডেট নিয়ে এর প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।[] এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত এবং বাংলাদেশ মেডিকেল ও ডেণ্টাল কাউন্সিল স্বীকৃত। এই চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রতিবৎসর ১০০ জন করে ছাত্র ভর্তি করানো হয় এবং ২০০৮ সাল পর্যন্ত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। ২০০৯ সাল থেকে এটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্-এর অধিভুক্ত হয়।

চিত্রশালা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ" 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা