এর্নস্ট বরিস কাইন

চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার বিজয়ী
(আর্ণেস্ট বি. চেইন থেকে পুনর্নির্দেশিত)

এর্নস্ট বরিস কাইন (জার্মান: Ernst Boris Chain) একজন জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ প্রাণরসায়নবিদ। তিনি ১৯৪৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

স্যার এর্নস্ট বরিস কাইন
এর্নস্ট বরিস কাইন (১৯৪৫)
জন্ম(১৯০৬-০৬-১৯)১৯ জুন ১৯০৬
মৃত্যু১২ আগস্ট ১৯৭৯(1979-08-12) (বয়স ৭৩)
নাগরিকত্বব্রিটিশ
মাতৃশিক্ষায়তনFriedrich Wilhelm University
পরিচিতির কারণপেনিসিলিন
পুরস্কারচিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার, 1945
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপ্রাণরসায়ন
প্রতিষ্ঠানসমূহইম্পেরিয়াল কলেজ লন্ডন
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
Istituto Superiore di Sanità
আর্নস্ট চেইন তার পরীক্ষাগারে

জীবনী সম্পাদনা

কাইন ১৯০৬ সালের ১৯ জুন বার্লিনে জন্মগ্রহণ করেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ফ্রেডরিখ গোল্যান্ড হপকিন্স এর অধীনে ফসফোলিপিড নিয়ে কাজ শুরু করেন। তিই ১৯৩৫ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর রোগতত্ত্বের প্রভাষক নিযুক্ত হন।

তথ্যসূত্র সম্পাদনা