আর্জেন্টিনা ফ্যানস কাত্তুরকাদাভু
আর্জেন্টিনা ফ্যানস কাত্তুরকাদাভু হল ২০১৯ সালের একটি মালয়ালম ভাষার চলচ্চিত্র, যেটি পরিচালনা করেভহেন মিধুন ম্যানুয়েল থমাস এবং মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কালিদাস জয়রাম ও ঐশ্বরিয়া লক্ষ্মী।[১] চলচ্চিত্রটির গল্প লিখেছেন অশোকান চেরুভিল, জন মান্থ্রিকাল ও মিধুন ম্যানুয়েল থমাস। চলচ্চিত্রটি ২০১৯ সালের ২২ মার্চ মুক্তি পায়।[২]
আর্জেন্টিনা ফ্যানস কাত্তুরকাদাভু | |
---|---|
পরিচালক | মিধুন ম্যানুয়েল থমাস |
প্রযোজক | আশিক উসমান |
চিত্রনাট্যকার |
|
কাহিনিকার | অশোকান চেরুভিল |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | গোপী সুন্দর |
চিত্রগ্রাহক | রেনান্দিভ |
সম্পাদক | লিজো পল |
প্রযোজনা কোম্পানি | আশিক উসমান প্রোডাকশনস |
পরিবেশক | সেন্ট্রাল পিকচার্স |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | মালয়ালম |
কাহিনি সংক্ষেপ
সম্পাদনাচলচ্চিত্রটির কাহিনি ভিপিনান (কালিদাস জয়রাম) নামের আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের এক ভক্তের জীবনকে ঘিরে গড়ে উঠেছে।
অভিনয়ে
সম্পাদনা- কালিদাস জয়রাম - ভিপিনান
- ঐশ্বর্যা লক্ষ্মী - মেহরু
- আনু কে আনিয়ান - নাজিব পামবাদান
- আনিশ গোপাল - সুনিমন আরাত্তুক্কুঝি
- সিয়াম কারগোজ - অজয় ঘোষ
- পল জোসেফ - রাঘবন
- ঝিঞ্জ শান - থমাস ম্যাশ
- অর্জুন রতন - সেজির
- সোনিয়া গিরি - সুজা
- আসিম জামাল - মুনির কদুভাল্লি
- কার্তিকা মেনন - আরয়াম্বিকা
মুক্তি
সম্পাদনাচলচ্চিত্রটি ২০১৯ সালের ২২ মার্চ মুক্তি পায়।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "First look poster of Kalidas Jayaram's 'Argentina Fans Kattoorkadavu' is out"। The News Minute। ২৭ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Argentina Fans Kaattoorkadavu"। IMDb.com। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Argentina Fans Kaattoorkadavu: A movie stuck between football and romance"। Manorama Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২৩।