আর্জেন্টিনা অপেশাদার ফুটবল অ্যাসোসিয়েশন

আর্জেন্টিনার বিলুপ্ত অপেশাদার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা

আর্জেন্টিনা অপেশাদার ফুটবল অ্যাসোসিয়েশন (স্পেনীয়: Asociación Amateurs de Football; এছাড়াও সংক্ষেপে এএএমএফ নামে পরিচিত) আর্জেন্টিনার অপেশাদার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ছিল।[২] এই সংস্থাটি ১৯১৯ সালের ২২শে সেপ্টেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে ছিল। ১৯২৬ সালের ২৮শে নভেম্বর তারিখে এই সংস্থাটি বিলুপ্ত হয়েছে।

আর্জেন্টিনা অপেশাদার ফুটবল অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠিত২২ সেপ্টেম্বর ১৯১৯ (1919-09-22)[১]
বিলুপ্ত২৮ নভেম্বর ১৯২৬[১]
সদর দপ্তরবুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
ফিফা অধিভুক্তিনেই

এই সংস্থাটি অপেশাদার ফুটবল লীগের সকল কার্যক্রম পরিচালনা করতো। আর্জেন্টিনা অপেশাদার ফুটবল অ্যাসোসিয়েশনের সর্বশেষ সভাপতির দায়িত্ব পালন করছেন বেক্কার বারেলা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Historia ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ জানুয়ারি ২০১৮ তারিখে on AFA website
  2. Campeones de Primera División ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ জুন ২০১৫ তারিখে, AFA website

টেমপ্লেট:আর্জেন্টিনায় ফুটবল