আরব মুসলিম হচ্ছেন ইসলাম ধর্মের অনুসারী ব্যক্তিবর্গ যাদেরকে ভাষাভাষী, সাংস্কৃতিক, এবং জীনগতভাবে আরব জাতি হিসেবে সংজ্ঞায়িতকরা হয়। আরব মুসলিমরা প্রধানত অন্যদের তুলনায় মধ্য প্রাচ্যের সংখ্যাধিক্য জাতিগোষ্ঠী[১]

আরব মুসলিমরা প্রধানত মধ্য প্রাচ্যের জাতিগোষ্ঠীদের মধ্যে সংখ্যাধিক্য।

আরব মুসলিমরা অনারবীয় মুসলিমদের মাওয়ালি (আরবি: موالي) নামে ডাকে।[২] এতিহাসবিদ হাগ সেটন-ওয়াটসন বিতর্ক করেন যে সমগ্র মুসলিমদের তুলনায় আরব মুসলিমদের মধ্যে একতাবদ্ধ ঐতিহাসিকভাবে সুদৃঢ় হয়েছে, কেননা অনেকের ধারণা শুধুমাত্র আরব মুসলিমরাই প্রকৃত মুসলিম।[৩]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

গ্রন্থপঞ্জি

সম্পাদনা