আরতি সিং

ভারতীয় অভিনেত্রী

আরতি সিং হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি অভিনেতা গোবিন্দের ভাগ্নী এবং কৌতুক অভিনেতা ক্রুষ্ণা অভিষেকের বোন।

আরতি সিং
আরতি সিং ও কৃষ্ণ অভিষেক
জন্ম (1985-04-05) ৫ এপ্রিল ১৯৮৫ (বয়স ৩৯)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৭–বর্তমান
আদি নিবাসলখনউ, উত্তরপ্রদেশ, ভারত
উচ্চতা১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)
পিতা-মাতা
  • আত্মপ্রকাশ শর্মা (পিতা)
  • পদ্মা শর্মা (মাতা)
পরিবারক্রুষ্ণা অভিষেক (ভাই)
বিবেক সিং (ভাই)

প্রারম্ভিক জীবন সম্পাদনা

আরতি ১৯৮৫ সালের ৫ই এপ্রিল তারিখে উত্তরপ্রদেশের লখনউয়ে জন্মগ্রহণ করেছেন।[১] তার বাবা ছিলেন আত্মপ্রকাশ শর্মা ও মা ছিলেন পদ্মা।[২]

কর্মজীবন সম্পাদনা

আরতি ২০০৭ সালে জি টিভির অনুষ্ঠান মাইকার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেছিলেন, যেখানে তিনি সোনির চরিত্রে অভিনয় করেছিলেন। অতঃপর তিনি স্টার প্লাসের অনুষ্ঠান গৃহস্থি এবং থোড়া হে বাস থোড়ে কি জজুরাত হে-এ মুগদা চরিত্রে অভিনয় করেছেন।

২০১১ সালে, তিনি একতা কাপুরের ধারাবাহিক পরিচয় – নয়ী জিন্দেগী কে স্বপ্নো কা-এ সীমা চরিত্রে অভিনয় করেছিলেন। পরবর্তীতে, তিনি কালার্সের জনপ্রিয় ধারাবাহিক উত্তরণে কাজরির চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১৪ সালে, তিনি লাইফ ওকের ধারাবাহিক দেবো কে দেব মহাদেব-এ বানি চরিত্রে এবং পরবর্তীতে বক্স ক্রিকেট লীগে একজন খেলোয়াড় হিসেবে অংশ নিয়েছিলেন।

কিলার কারাওকে আটকা তো লাটকা নামক কমেডি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর, আরতি কমেডি ক্লাসেস এবং কমেডি নাইটস বাঁচাও-এ উপস্থিত অভিনয় করেছেন। ২০১৬ সালে, তিনি কালার্সে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক সসুরাল সিমর কায় একটি ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন। পরবর্তীতে ২০১৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি আম্বর নামক প্রধান চরিত্রে অ্যান্ডটিভিতে প্রচারিত ওয়ারিসে অভিনয় করেছেন।[৩]

২০১৯ সালে, তিনি কালার্সে প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান বিগ বস ১৩-এ একজন প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন। তিনি ৪র্থ রাণার আপ হয়েছিলেন। এই অনুষ্ঠানে তিনি প্রকাশ করেছিলেন যে, তিনি গত ২ বছর যাবত কোন কাজ না করার কারণে হতাশাগ্রস্ত ছিলেন।[৪] এখানে ৫ম স্থান অধিকার করেন ।

টেলিভিশন সম্পাদনা

সাল অনুষ্ঠান চরিত্র চ্যানেল উল্লেখ
২০০৭ মাইকা সোনি খুরানা জি টিভি
২০০৮–২০০৯ গৃহস্থি রানো স্টার প্লাস
২০১০ থোড়া হে বাস থোড়ে কি জজুরাত হে মুগদা কুলকারণী কালার্স
২০১১–২০১৩ পরিচয় – নয়ী জিন্দেগী কে স্বপ্নো কা সীমা গৌরব চোপড়া
২০১৩–২০১৫ উত্তরণ কাজরি
২০১৪ দেবো কে দেব মহাদেব বানি লাইফ ওকে
এঙ্কাউন্টার রানো সনি টিভি
২০১৪–২০১৫ বক্স ক্রিকেট লীগ প্রতিযোগী [৫]
২০১৫ কিলার কারাওকে আটকা তো লাটকা অ্যান্ডটিভি
২০১৫–২০১৬ কমেডি ক্লাসেস বিভিন্ন চরিত্র লাইফ ওকে
২০১৬ কমেডি নাইটস বাঁচাও অতিথি কালার্স
বক্স ক্রিকেট লীগ ২ প্রতিযোগী
সসুরাল সিমর কা মাধবী
২০১৬–২০১৭ ওয়ারিস আম্বা পাওয়ানিয়া অ্যান্ডটিভি
২০১৬ গঙ্গা অতিথি [৬]
সন্তোষী মা [৬]
২০১৬–২০১৭ বঢ়ো বহু >[৭]
২০১৮ বিক্রম বেতাল কি রহস্য কথা শচী/দ্রৌপদী [৮]
২০১৯ উড়ান পুনম শ্রফ কালার্স
২০১৯–২০২০ বিগ বস ১৩ প্রতিযোগী

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Krushna Abhishek wishes his sister Arti on birthday; posts a fun dancing video"। ৫ এপ্রিল ২০১৭। 
  2. "Krishna Abhishek's father passes away after fighting cancer"। ২৬ আগস্ট ২০১৬। 
  3. "Waaris TV Review: Iqbal Khan and Arti Singh pack in powerful performances in this social drama!"। ১৬ মে ২০১৬। 
  4. "Bigg Boss 13 Day 5 written update: Arti Singh reveals suffering from depression due to lack of work for 2 years - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৫ 
  5. "200 Actors, 10 Teams, and 1 Winner... Let The Game Begin"The Times of India। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৬ 
  6. "Santoshi, Badho and Gangaa come together for Mannu's rescue in Waaris"। ৬ অক্টোবর ২০১৬। 
  7. "Badho Bahu and Waaris to have a Teej special episode"। ১৯ জুলাই ২০১৭। 
  8. "Arti Singh returns to TV with 'Vikram Betaal Ki Rahasya Gaatha' - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২৪ 

বহিঃসংযোগ সম্পাদনা