আরকাদিয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন

আরকাদিয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন (গ্রিক: Ένωση Ποδοσφαιρικών Σωματείων Αρκαδίας, ইংরেজি: Arcadia Football Clubs Association; এছাড়াও সংক্ষেপে ইপিএসএ নামে পরিচিত) হচ্ছে গ্রিসের আরকাদিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি, এর পাশাপাশি প্রতিষ্ঠার বছরেই সংস্থাটি এইচএফএফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গ্রিসের আরকাদিয়ায় অবস্থিত।

আরকাদিয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন
এইচএফএফ
প্রতিষ্ঠিত১৯৫৩; ৭১ বছর আগে (1953)
সদর দপ্তরআরকাদিয়া, গ্রিস
ফিফা অধিভুক্তিনেই
এইচএফএফ অধিভুক্তি১৯৫৩
সভাপতিগ্রিস স্তাভ্রোস সাগুরিস
ওয়েবসাইটwww.epsarkadias.gr

এই সংস্থাটি আরকাদিয়া কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে আরকাদিয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন স্তাভ্রোস সাগুরিস

বহিঃসংযোগ সম্পাদনা