আয়শা ডি
অস্ট্রেলীয় অভিনেত্রী
আয়শা ডি (জন্ম ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩) একজন অস্ট্রেলিয়ান অভিনেত্রী এবং গায়িকা। তিনি অস্ট্রেলিয়ান-কানাডিয়ান ধারাবাহিক "দ্য স্যাডল ক্লাব" এ "দেশি বিগিন্স" নামক ভূমিকায় অভিনয় করার জন্য পরিচিত। ডি পরবর্তীতে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স এ প্রচারিত হাস্যরস ধারাবাহিক, আই হেইট মাই টিনএজ ডটার নাটকে অভিনয় করেন। এছাড়াও তিনি মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসিতে প্রচারিত ধারাবাহিক চেসিং লাইফ এ সহ-অভিনয় করেছেন। তার ডি ডি এন্ড দ্য বিগেল্স" নামক একটি নিজেস্ব ব্যান্ডদল রয়েছে। তিনি বর্তমানে ফ্রীফর্ম চ্যানেলে প্রচারিত ধারাবাহিক দ্য বোল্ড টাইপ এ অভিনয় করছেন। ডি একটি দ্বী-জাতিগত পরিবার থেকে এসেছে। [১]
আয়শা ডি | |
---|---|
জন্ম | |
পেশা |
|
কর্মজীবন | ২০০৮–বর্তমান |
চলচ্চিত্র সমূহ
সম্পাদনাসাল | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
২০১৫ | দ্য চ্যাভ কিড | নওরা | সংক্ষিপ্ত চলচ্চিত্র |
সাল | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
২০০৮–২০০৯ | দ্য স্যাডল ক্লাব | দেশিরি "দেশি" বিগিন্স | আবর্তক ভূমিকাৃয়; ২৪ টি পর্ব |
২০০৯ | স্কাই রানার্স | ক্যাথরিন "কেটি" ওয়ালেস | ছোট পর্দার চলচ্চিত্র |
২০১০ | ডেড গর্জিয়াস | ক্রিস্টিন | মূল ভূমিকায়; ১৩ টি পর্ব |
২০১১–২০১৩ | আই হেইট মাই টিনএজ ডটার | ম্যাকেন্জি | আবর্তক ভূমিকা; ১৩ টি পর্ব |
২০১১ | ত্যেরা নোভা | তাশা | অতিথি চরিত্রে; ২ টি পর্ব |
২০১৪–২০১৫ | চেসিং লাইফ | এলিজাবেথ "বেথ" কিংস্টন | মূল ভূমিকায়; ৩৪ টি পর্ব |
২০১৫ | বেবি ডেডি | অলিভিয়া | পর্ব: "হাউস অব কার্ডস" |
২০১৫ | হাস্যরস ব্যাং!ব্যাং! | কিশোরী বান্ধুবী | পর্ব: "থমাস মিডলডিছ ওয়ার্স এন ইনিগমেটিক সয়েটশার্ট এন্ড সয়েটপ্যান্ট এন্ড পকেটস্" |
২০১৬–২০১৭ | সুইট/ভিসিয়াস | কেনেডি | মূল ভূমিকা; ১০ টি পর্ব |
২০১৭-বর্তমান | দ্য বোল্ড টাইপ | ক্যাট এডিসন | মূল ভূমিকায়; ১০ টি পর্ব |
২০১৭ | চ্যানেল জিরো: দ্য নো-এন্ড হাউজ | জুল্স | মূল ভূমিকায়[তথ্যসূত্র প্রয়োজন]; ৬ টি পর্ব |
পুরস্কার এবং মনোনয়ন সমূহ
সম্পাদনাসাল | পুরস্কার | বিভাগ | কাজ | ফলাফল |
---|---|---|---|---|
২০১৭ | টিন চয়েজ অ্যাওয়ার্ডস | বাছাই গ্রীষ্মের ছোট পর্দার অভিনেত্রী | দ্য বোল্ড টাইপ | মনোনীত |
ডিস্কোগ্রাফী
সম্পাদনাদ্য স্যাডল ক্লাব ডিস্কোগ্রাফী
সম্পাদনা"দ্য স্যাডল ক্লাব" ধারাবাহিকটির জন্য আয়শা ডি কিছু গান গেয়ে সিডি আকারে রেকর্ড করেন।
- বেস্ট ফ্রেন্ডস (২০০৯)
- গ্রান্ড গ্যালাপ – মিলিওরেস আমিয়েস (২০০৯) – শুধু ফ্রান্সে প্রকাশ করা হয়।
- একক সমূহ
- "দিস গার্লস" (২০০৯)
ডি ডি এন্ড দ্য বিগ্লেস
সম্পাদনা- ডি ডি এন্ড দ্য বিগ্লেস ইপি (২০১৫)