আমের ইকবাল একজন পাকিস্তানি মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি স্ট্রিং তত্ত্বগাণিতিক পদার্থবিজ্ঞানে তার কাজের জন্য পরিচিত।

আমের ইকবাল
জন্ম
পাকিস্তান
মাতৃশিক্ষায়তনম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি)
পরিচিতির কারণরহস্যময় দ্বিততা, পরিশোধিত টপোলজিক্যাল চূড়া, এম-স্ট্রিং
পুরস্কারআবদুস সালাম পুরস্কার
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রতাত্ত্বিক পদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহওয়াশিংটন বিশ্ববিদ্যালয়
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
টেক্সাস বিশ্ববিদ্যালয়-অস্টিন
ডক্টরাল উপদেষ্টাবার্টন জেবাখ

জীবনী সম্পাদনা

আমের ইকবাল পাকিস্তানের কায়েদে আজম বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর (এম.এস.সি) ও যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তিনি বারটন জেবাখ-এর অধীনে ডক্টরেটোত্তর গবেষণা করেন। তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্য ও টেক্সাস বিশ্ববিদ্যালয়-অস্টিন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ডক্টরেটোত্তর পর্যায়ে কাজ করেন।

সুপারস্ট্রিং তত্ত্ব ও এর সাথে সুপারসিমেট্রিগজ তত্ত্ব-এর সম্পর্ক নিয়ে কাজ করার জন্য তাঁকে আবদুস সালাম পুরস্কারে ভূষিত করা হয়।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Dr. Amer Iqbal awarded the Abdus Salam Prize"লাহোর ব্যবস্থাপনা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। ফেব্রুয়ারি ৭, ২০১২। ফেব্রুয়ারি ১৯, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৮, ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা