আমব্লিপদিয়া আনিতা

কীটপতঙ্গের প্রজাতি

পার্পেল লিফ ব্লু (বৈজ্ঞানিক নাম: Amblypodia anita) এক প্রজাতির মাঝারী আকারের ধূসর বাদামী রঙের প্রজাপতি। এরা ‘লাইসিনিডি’ গোত্রের এবং ‘থেকলিনি’ উপগোত্রের সদস্য।

পার্পেল লিফ ব্লু
Purple Leaf Blue
ডানা বন্ধ অবস্থায়
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: সন্ধিপদী
শ্রেণী: পতঙ্গ
বর্গ: লেপিডোপ্টেরা
পরিবার: Lycaenidae
গণ: Amblypodia
প্রজাতি: A. anita
দ্বিপদী নাম
Amblypodia anita
Moore,1862
প্রতিশব্দ

Horsfieldia anita

আকার সম্পাদনা

পার্পেল লিফ ব্লু এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৪৫-৫২ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[১]

উপপ্রজাতি সম্পাদনা

ভারতে প্রাপ্ত পার্পেল লিফ ব্লুর উপপ্রজাতিসমূহ হল-[২]

  • Amblypodia anita dina Fruhstorfer, 1907 – Indian Purple Leaf Blue
  • Amblypodia anita gigantea Tytler, 1927 – Manipur Purple Leaf Blue
  • Amblypodia anita andamanica Riley, 1922 – Andaman Purple Leaf Blue

বিস্তার সম্পাদনা

পার্পেল লিফ ব্লু এর দক্ষিণ এশিয়া এবং দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন প্রান্তরে। এদের ভারত[৩] এর মুম্বাই, মধ্যপ্রদেশ, ওড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গ এছাড়া আসাম মালয়েশিয়া, জাভা তেও এদের দেখা যায়।[৪]

বর্ণনা সম্পাদনা

প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

পুরুষ ও স্ত্রী উভয় নমুনাতেই পিছনের ডানায় লতিযুক্ত লেজ বর্তমান। উভয় ডানার নিম্নতল শুকনো পাতার মত এবং হালকা বেগুনী অথবা পার্পেল ও বাদামীর সংমিশ্রণ। যদি রং ও দাগ ছোপ এর পরিবর্তন লক্ষ্য করা যায়। সামনের দানার নিম্নপৃষ্ঠের শীর্ষভাগ থেকে পিছনের ডানার নিম্নপৃষ্ঠে টর্নাস পর্যন্ত একটি কালো আঁকাবাঁকা রেখা সর্বদা বিদ্যমান।[৫]

পুরুষ নমুনায় ডানার উপরিতল ঘন পার্পেল অথবা নীলচে বর্ণের, সামনের ডানার উপরিতলএ ১.৫ থেকে ২.৫ মিমি চওড়া কালো প্রান্তসীমারেখা খুব সরু।

স্ত্রী নমুনায়, ডানার উপরিতল কালচে বাদামী ও উভয় ডানার ডিসকাল অংশ উজ্জ্বল পার্পেল যা কখনো কখনো দেখা যায় না, বিশেষত পিছনের ডানার উপরিতলে। [৬]

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Isaac, Kehimkar (২০১৬)। BHNS Filed Guide Butterflies of India। Mumbai: Bombay Natural History Society, Hornbill House। পৃষ্ঠা 299-300। আইএসবিএন 978 938467801 2 
  2. "Amblypodia anita Hewitson, 1862 – Purple Leaf Blue"। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৮ 
  3. R.K., Varshney; Smetacek, Peter (২০১৫)। A Synoptic Catalogue of the Butterflies of India। New Delhi: Butterfly Research Centre, Bhimtal & Indinov Publishing, New Delhi। পৃষ্ঠা 110। আইএসবিএন 978-81-929826-4-9ডিওআই:10.13140/RG.2.1.3966.2164 
  4. "Amblypodia Horsfield, [1829]" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms
  5. Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies। পৃষ্ঠা ৫২। 
  6. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies। New Delhi: Oxford University Press। পৃষ্ঠা 221। আইএসবিএন 978 019569620 2 

বহিঃসংযোগ সম্পাদনা