আমনা সরদার

পাকিস্তানী রাজনীতিবিদ

আমেনা সরদার একজন পাকিস্তানি মহিলা রাজনীতিবিদ ও প্রাদেশিক পরিষদের সদস্য। তিনি হরিপুর জেলার বাসিন্দা এবং পাকিস্তান মুসলিম লীগ (ন) এর রাজনীতির সাথে জড়িত।

আমেনা সরদার
MPA
খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদের সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৩১ মে ২০১৩
সংসদীয় এলাকাWR-14
ব্যক্তিগত বিবরণ
জন্মহরিপুর জেলা
জাতীয়তাপাকিস্তানি
রাজনৈতিক দলপাকিস্তান মুসলিম লীগ (ন)[১]
পেশারাজনীতিবিদ

সরদার হরিপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি কলা ও শিক্ষা বিষয়ে স্নাতক এবং ইংরেজিতে কলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।[২]

তিনি খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য।[৩] তিনি প্রাদেশিক পরিষদের গৃহায়ণ সম্পর্কিত সংসদীয় কমিটি, শিল্প ও প্রকৌশল শিক্ষা সম্পর্কিত সংসদীয় কমিটি ও স্বাস্থ্য ও তথ্য অধিকার সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য। এছাড়াও তিনি পেশোয়ার বিশ্ববিদ্যালয় শহরের ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কিত বিশেষ কমিটির সদস্য।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Aamna Sardar"। www.zemtv.com। ২৩ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০ 
  2. "Female Politician Miss Aamna Sardar"। www.awamipolitics.com। 
  3. "Ms.Aamna Sardar"। www.pakp.gov.pk। ১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০