আমজাদ হোসেন সিয়াল

১৩ তম সার্ক মহাসচিব

নতুন মহাসচিব ইসালা রুয়ান ওয়েরাকুন।

শিক্ষা

সম্পাদনা

তিনি পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়, ইসলামাবাদ থেকে প্রতিরক্ষা ও কৌশল প্রণয়ন বিষয়ে ডিগ্রি নিয়েছেন।[১]

কর্মজীবন

সম্পাদনা

তিনি কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে পাকিস্তানের পক্ষে পরিচালক হিসেবে (২০০৩-০৬) দায়িত্ব পালন করেছেন।

আমজাদ তাজাকিস্তানে পাকিস্তানের রাষ্টদূত হিসেবে দায়িত্ব পালন ছাড়াও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।[২]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "SAARC Secretariat"saarc-sec.orgসার্কের মহাসচিব । ২৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০ 
  2. APP (২ মার্চ ২০১৭)। "Pakistani becomes Saarc secretary general"। ডন। 
পূর্বসূরী
অর্জুন বাহাদুর থাপা ( )
সার্ক সাধারণ সম্পাদক
২০১৭-২০২০
উত্তরসূরী
ইসালা বীরাকুন ( )