অন্তর্দেশীয় বিমান

(আভ্যন্তরীন ফ্লাইট থেকে পুনর্নির্দেশিত)

অন্তর্দেশীয় বিমান বা আভ্যন্তরীন বিমান হলো বেসামরিক বিমানের মাধ্যমে পরিচালিত কমার্শিয়াল ফ্লাইট যেখানে উভয় গন্তব্য একই দেশের ভিতরে হয়ে থাকে।[]

কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনালে অন্তর্দেশীয় আগমনের প্রবেশদ্বার।

যে সমস্ত বিমনাবন্দরগুলি ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করে তারা ডোমেস্টিক এয়ারপোর্ট নামে পরিচিত।

অন্তর্দেশীয় বিমানগুলো সাধারণত বিরতিহীন হয় এবং প্রতিদিন অনেকবার পরিচালিত হয়। অন্তর্দেশীয় বিমানগুলি সাধারণত আন্তর্জাতিক বিমানের চেয়ে দামে সস্তা হয়। আবার কিছুকিছু বিমানের মূল্য দূরত্বের কারণে অন্তর্দেশীয় বিমানগুলির চেয়ে সস্তা হয়ে থাকে।

বিশ্বের বৃহত্তম অন্তর্দেশীয় বাজারগুলি

সম্পাদনা
সীটের সংখ্যা দশ লক্ষে[]
ক্রম দেশ ২০১৮ বৃদ্ধি
1 মার্কিন যুক্তরাষ্ট্র[] ৯৫৮.১ ৪.৪%
2 চীন ৬৮৫.১ ৯.৮%
3 ভারত ১৬৫.৭ ১৫.৭%
4 ইন্দোনেশিয়া ১৪৮.৪ ৪.০%
5 জাপান ১৪৬.৫ ১.০%
6 ব্রাজিল ১১৯.৬ ৩.৪%
7 অস্ট্রেলিয়া ৭৯.৪ ০.৫%
8 রাশিয়া ৭৪.৯ ৯.৮%
9 কানাডা ৬৫.৬ ৫.২%
10 তুর্ক ৬৫.1 ৫.২%
  1. সর্বমোট বৈশ্বিক অন্তর্দেশীয় বিমান ক্ষমতার ২৯ শতাংশ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Domestic flight"। WordNet Search 3.0। ২০১১-০৯-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১২-২৭ 
  2. "Domestic markets review 2018: India and Indonesia overtake Japan; Nepal and Boliva see fastest growth"Airline Network News & Analysis। ১৯ ডিসে ২০১৮। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]