আব্রাহাম ডি বার্টলেট
ব্রিটিশ প্রাণিবিদ
আব্রাহাম ডি বার্টলেট (১৮১২-১৮৯৭) ছিলেন একজন ব্রিটিশ প্রাণীবিদ। তিনি প্রখ্যাত প্রাণীবিদ অ্যাডওয়ার্ড বার্টলেটের পিতা।
আব্রাহাম ডি বার্টলেট | |
---|---|
জন্ম | ১৮১২ |
মৃত্যু | ১৮৯৭ |
জাতীয়তা | ব্রিটিশ |
পরিচিতির কারণ | প্রাকৃতিক ইতিহাস, প্রাণিবিজ্ঞান |
ব্রিটিশ মিউজিয়ামের কাছে বার্টলেটের ছোট একটি দোকান ছিল। তাতে প্রাকৃতিক ইতিহাস সম্পর্কিত বিভিন্ন দ্রব্য বিক্রয় করতেন তিনি। তিনি বিভিন স্টাফ করা জীবজন্তুও বিক্রয় করতেন সেখানে। ১৮৫৯ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত তিনি লন্ডন চিড়িয়াখানার সুপারিন্টেন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। চিড়িয়াখানায় পশুপাখি পর্যবেক্ষণ করে তিনি অসংখ্য নিবন্ধ রচনা করেন। এসব নিবন্ধ তার মৃত্যুর পর দুইটি সংকলনে প্রকাশিত হয়, Wild Animals in Captivity (১৮৯৮) এবং Life among Wild Beasts in 'the Zoo' (১৯০০)।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- উইকিমিডিয়া কমন্সে আব্রাহাম ডি বার্টলেট সম্পর্কিত মিডিয়া দেখুন।
- আব্রাহাম ডি বার্টলেট
পক্ষীবিদ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |