আব্বাসাবাদ জেলা

ইরানের জেলা

আব্বাসাবাদ জেলা (ফার্সি: بخش عباس‌آباد) ইরানের মজান্দারন প্রদেশের টোনেকাবন কাউন্টির একটি প্রাক্তন জেলা (বখশ)। ২০০৬ সালের আদমশুমারি অনুযায়ী, এখানে ১২,৬৯৪টি পরিবার বাস করত ও এর জনসংখ্যা ছিল ৪৫,৫৮৯ জন।[১] জেলার তিনটি শহর ছিল: সালমান শাহর, আব্বাসাবাদ এবং কেলারাবাদ। ২০১৩ সালে জেলাটি টোনেকাবন কাউন্টি থেকে বিচ্ছিন্ন করে আব্বাসাবাদ কাউন্টি প্রতিষ্ঠা করা হয়।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Census of the Islamic Republic of Iran, 1385 (2006)"Islamic Republic of Iran। ২০১১-১১-১১ তারিখে মূল (Excel) থেকে আর্কাইভ করা। 
  2. "سایت رسمی فرمانداری شهرستان عباس آباد"। ২০১৩-০৪-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-৩১