আব্দুল মালেক সরকার

আওয়ামী লীগের রাজনীতিবিদ ও সাবেক সাংসদ

আব্দুল মালেক সরকার বাংলাদেশ আওয়ামী লীগ এর রাজনীতিবিদ ও দিনাজপুর-১ আসন এর সাবেক সংসদ সদস্য।

আব্দুল মালেক সরকার
উপজেলা চেয়ারম্যান , কাহারোল। সাবেক সংসদ সদস্য ৬-দিনাজপুর-১
কাজের মেয়াদ
১৯৮৬ – ১৯৮৮
পূর্বসূরীজমির উদ্দিন সরকার
ব্যক্তিগত বিবরণ
মৃত্যু২৮-১১-২০২৩
ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

আব্দুল মালেক সরকার ১৯৮৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯০, ২০০৯ ও ২০১৯  থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে তিনবারে চেয়ারম্যান ছিলেন। ১৯৮৩ সালে কাহারোল উপজেলার ৪ নম্বর তাড়গাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১৯৭৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ১৮ বছর কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।[১]

কর্মজীবন সম্পাদনা

তিনি বাংলাদেশ আওয়ামী লীগ হতে মনোনায়ন নিয়ে ১৯৮৬ সালে দিনাজপুর-১ আসন এ নির্বাচিত হন। [২]

তথ্যসূত্র সম্পাদনা