আব্দুল মালেক সরকার
আব্দুল মালেক সরকার (আনু. ১৯৫১ - ২৮ নভেম্বর ২০২৩) ছিলেন বাংলাদেশের দিনাজপুর জেলার একজন রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। তিনি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ছিলেন দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার।
আব্দুল মালেক সরকার | |
---|---|
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৬ ডিসেম্বর ১৯৮৭ | |
পূর্বসূরী | জমির উদ্দিন সরকার |
উত্তরসূরী | আনিসুল হক চৌধুরী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আনু. ১৯৫১ ইছাইল গ্রাম, তাড়গাঁও, কাহারোল, দিনাজপুর |
মৃত্যু | ২৮ নভেম্বর ২০২৩ সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
সন্তান | আরমান সরকার |
প্রাথমিক জীবন
সম্পাদনাআব্দুল মালেক সরকার আনু. ১৯৫১ সালে দিনাজপুর জেলার কাহারোলের তাড়গাঁও ইউনিয়নের ইছাইল গ্রামে জন্মগ্রহণ করেন।[১]
রাজনৈতিক জীবন
সম্পাদনাআব্দুল মালেক সরকার ১৯৮৩ সালে তাড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।[২]
১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৫ দলীয় জোটের হয়ে দিনাজপুর-১ আসন থেকে সংসদ সদস্য মনোনীত হন।[৩]
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১৯৭৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ১৮ বছর কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।[২]
১৯৯০, ২০০৯ ও ২০১৯ সালে অনুষ্ঠিত কাহারোল উপজেলা পরিষদের নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।[২]
মৃত্যু
সম্পাদনাআব্দুল মালেক সরকার ২৮ নভেম্বর ২০২৩ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দিনাজপুর জেলার কাহারোলের তাড়গাঁও ইউনিয়নের ইছাইল গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।[২][১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "কাহারোলের সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা মালেক সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন"। ঠাকুরাগাঁও সংবাদ। ২৯ নভেম্বর ২০২৩। ২৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৪।
- ↑ ক খ গ ঘ "কাহারোল উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার আর নেই"। দৈনিক আজকের পত্রিকা। ২৮ নভেম্বর ২০২৩। ২৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।