আব্দুল গনি (দ্ব্যর্থতা নিরসন)
উইকিমিডিয়ার দ্ব্যর্থতা নিরসন পাতা
আব্দুল গনি বা আবদুল গণি একটি নাম। এই নামে যাদেরকে বোঝানো হতে পারে -
- আব্দুল গনি –ঢাকার বড় জমিদারদের মধ্যে অন্যতম।
- আবদুল গণি (রাজনীতিবিদ) –বাংলাদেশের কক্সবাজার জেলার রাজনীতিবিদ ও কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ।
- আব্দুল গনি (মেহেরপুরের রাজনীতিবিদ) –বাংলাদেশের রাজনীতিবিদ ও মেহেরপুর-২ আসনের সাবেক সাংসদ।
- আবদুল গণি (সৈনিক) – (১ ডিসেম্বর ১৯১৫ - ১১ নভেম্বর ১৯৫৭) ছিলেন একজন বাঙালি সামরিক কর্মকর্তা।
আরও দেখুন
সম্পাদনা- আবদুল গনি হাজারী –বাঙালি কবি ও সাংবাদিক।
- আব্দুল গণি খান –ছিলেন পাকিস্তানি পশতু ভাষার কবি, শিল্পী, লেখক, রাজনীতিবিদ এবং বিংশ শতাব্দীর দার্শনিক।
- আবদুল গণি আল মাকদিসি –ছিলেন একজন সুন্নি ইসলামি পণ্ডিত।