আবদুল করিম (সচিব)

বাংলাদেশের সাবেক সরকারি কর্মকর্তা
(আব্দুল করিম (সচিব) থেকে পুনর্নির্দেশিত)

আবদুল করিম একজন বাংলাদেশি সাবেক সরকারি কর্মকর্তা যিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ছিলেন।

আবদুল করিম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব,বাণিজ্য মন্ত্রনালয়,প্রধানমন্ত্রী কার্যালয়
কাজের মেয়াদ
৯ এপ্রিল ২০০৫ – ২৫ জানুয়ারি ২০০৬
পূর্বসূরীইকবাল উদ্দীন আহমেদ চৌধুরী
উত্তরসূরীআবদুল করিম
ব্যক্তিগত বিবরণ
পেশাসরকারি কর্মকর্তা

[১] তিনি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান।[২]

প্রাথমিক জীবন

সম্পাদনা

আব্দুল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালযয়ের রসায়ন বিভাগ থেকে এমএসসি এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[২]

কর্মজীবন

সম্পাদনা

আবদুল করিম বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকুরিজীবন শুরু করে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি ৯ এপ্রিল ২০০৫ সাল থেকে ২৫ জানুয়ারি ২০০৬ সাল পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[১]

তিনি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান। এর আগে তিনি টানা দুইবার গ্রীণ ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান এবং ব্র্যাকের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন।[২] বাংলাদেশ স্কাউটস এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সঙ্গেও যুক্ত আছেন আব্দুল করিম।[৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. টেমপ্লেট:ওয়েব উদ্ধৃতি ইউআরএল
  2. "আইপিডিসির চেয়ারম্যান হলেন আবদুল করিম"দৈনিক বণিক বার্তা। ১৪ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২০ 
  3. "পিকেএসএফ'র নয়া এমডি আব্দুল করিম"রাইজিংবিডি.কম। ৩ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২০