আব্দুল্লাহ ইবনে আবি আওফা

আব্দুল্লাহ ইবনে আবি আওফা (আরবী: عبد الله بن أبي أوفى) মুহাম্মাদের অন্যতম সাহাবী এবং একজন হাদিস বর্ণনাকারী ছিলেন।

বর্ণিত হাদিসসমূহ সম্পাদনা

১) আব্দুল্লাহ ইবনে আবি আউফা বর্ণিত:

এক ব্যক্তি বাজারে কিছু জিনিস প্রদর্শন করল এবং একটি মিথ্যা শপথ নিয়ে বলল যে তাদের জন্য এত বেশি পরিমানে দেওয়া হয়েছে যদিও তাদের সেই পরিমাণ প্রস্তাব করা হয়নি তারপরে নিম্নলিখিত ঐশ্বরিক আয়াতটি নাজিল হয়: -

"নিশ্চয়! যারা আল্লাহর নামে অঙ্গীকার করে ও তার কসম খেয়ে কিছুটা লাভ করে . . . তারা যন্ত্রণাদায়ক শাস্তি পাবে।"(৩:৭৭)[১] ইবনে আবি আওফা যোগ করেন, "উপরে বর্ণিত ব্যক্তি হলেন একজন অবিশ্বাসী রিবা-ভক্ষক (অর্থাৎ সুদ গ্রহণকারী)।[২]

২) আবদুল্লাহ ইবনে আবি আওফা:

"নবী বলেন: 'আল্লাহুম্মা তাহিরনি বিথ-থালজি ওয়াল-বরাদ ওয়াল-মা 'আল-বারিদ, আল্লাহুম্মা তাহিরনি মিন আদ-দুনুব কামা ইয়ুতাহার আথ-থাউব আল-আবায়াদ মিন অদ-দানাস (হে আল্লাহ, আমাকে বরফ, শিলাবৃষ্টি এবং ঠান্ডা পানি দিয়ে পবিত্র করুন, হে আল্লাহ, যেমন আমাকে সাদা পোশাক থেকে ময়লা পরিষ্কার করা হয় তেমনি পাপ থেকে আমাকে পবিত্র করুন।)."[৩]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Al-i-Imran"Tanzil Quran Navigator। ২৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২০ 
  2. 3:841: 'Abdullah bin Abi Aufa: A man displayed some goods in the market and took a false oath that he
  3. সুনানে নাসাই, ৪র্থ খন্ড, হাদীস নং ৮