আবুল হাসান আলী হাসানী নদভীর কালপঞ্জি

আবুল হাসান আলী হাসানী নদভীর কালপঞ্জিতে বিংশ শতাব্দীর ভারতীয় ইসলামি পণ্ডিত ও দার্শনিক আবুল হাসান আলী হাসানী নদভীর জীবনের উল্লেখযোগ্য ঘটনাসমূহের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে।

  • ১৯১৩ সালে তিনি জন্মগ্রহণ করেন।
  • ১৯৩৪ সালে তিনি দারুল উলুম নাদওয়াতুল উলামার শিক্ষক নিযুক্ত হন।
  • ১৯৩৯ সালে দ্বীনী মারকাজসমূহ সম্পর্কে জানার জন্য সফর করেন।
  • ১৯৪৩ সালে তিনি আঞ্জুমানে তালীমাতে কুরআন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।
  • ১৯৪৫ সালে নদওয়াতুল উলামার ব্যবস্থাপনা পরিষদের রােকন নির্বাচিত হন।
  • ১৯৫১ সালে সুলায়মান নদভীর অনুমতিতে সহকারী পরিচালক নিযুক্ত হন।
  • ১৯৫৪ সালে সুলায়মান নদভীর মৃত্যুর পর সর্বসম্মতিক্রমে শিক্ষাসচিব নিযুক্ত হন।
  • ১৯৫৯ সালে মজলিসে তাহকীকাত ও নাশরিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করেন।
  • ১৯৬১ সালে বড় ভাই ডাক্তার আবদুল আলীর মৃত্যুর পর নদওয়াতুল উলামার মহাপরিচালক নিযুক্ত হন।
  • ১৯৫৭ সালে দামেস্কের মাজমাউল লুগাতিল আরাবিয়া বা আরবী একাডেমীর সদস্য নির্বাচিত হন।
  • ১৯৬২ সালে রাবেতা আলমে ইসলামীর প্রতিষ্ঠা উপলক্ষে মক্কা মুকাররমাতে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। তাতে যােগদানের জন্য আমন্ত্রণ লাভ করেন। উক্ত সম্মেলনে তিনি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।
  • ১৯৬২ সালে জামেয়া ইসলামিয়া মদীনা মুনাওয়ারা প্রতিষ্ঠার সময় তাকে মজলিসে শূরার সদস্য বানানাে হয়। মজলিসে শূরা কায়েম থাকা পর্যন্ত তিনি উক্ত পদে সমাসীন ছিলেন।
  • ১৯৮১ সালে জর্দানের মাজমাউল লুগাতিল আরাবিয়ার (জর্দানের আরবী একাডেমীর ) সদস্য করা হয়।
  • ১৯৮১ সালে কাশ্মীর ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে সাহিত্যে সম্মানসূচক পি.এইচ.ডি. ডিগ্রী প্রদান করা হয়।
  • ১৯৮৩ সালে অক্সফোর্ডে ইসলামিক সেন্টার প্রতিষ্ঠার সময় তাকে আজীবন সভাপতিরূপে মনােনীত করা হয়।
  • ১৯৮৪ সালে রাবেতায়ে আদবে ইসলামী আল আলামী প্রতিষ্ঠার সময় তাকে আজীবন সভাপতি মনােনীত করা হয়।
  • ১৯৬৮ সালে সৌদী শিক্ষামন্ত্রণালয়ের দাওয়াতে শরীয়াহ অনুষদের পাঠ্যক্রম ও শিক্ষানীতি তৈরী করার জন্য রিয়াদ যান। তখন রিয়াদ বিশ্ববিদ্যালয় ও কুল্লিয়াতুল মুআল্লেমিনে (টিচার্স ট্রেনিং কলেজ) বক্তৃতা দেন।
  • ১৯৩২ সালে নদওয়াতুল উলামা থেকে আরবী পত্রিকা ‘আয-যিয়া’ ও ১৯৪০ সালে উর্দু পত্রিকা ‘আন-নদওয়া’ বের করার ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
  • ১৯৪৮ সালে আঞ্জুমানে তা'লীমাতে ইসলামের পক্ষ থেকে ‘তামীরে হায়াত’ নামে উর্দু ভাষায় একটি পত্রিকা প্রকাশ শুরু করেন।
  • ১৯৫৮-৫৯ সালে দামেক থেকে প্রকাশিত ‘ আল-মুসলিমুন পত্রিকায় প্রবন্ধ লেখা শুরু করেন।
  • ১৯৬৩ সালে লাখনৌ থেকে নেদায়ে মিল্লাত প্রকাশ হওয়া শুরু হলে তিনি এর পৃষ্ঠপােষক হন।
  • ১৯৫৫ সালে নদওয়া থেকে প্রকাশিত আরবী পত্রিক ও ১৯৫৯ সালে প্রকাশিত আরবী পত্রিকা “আর-রায়েদ এবং ১৯৬৩ সালে উর্দু পত্রিকা পাক্ষিক তামীরে হায়াতের প্রধান পৃষ্ঠপােষক ছিলেন।
  • ১৯৬১ সালের ৮ ই জুন দারুল উলূম নদওয়াতুল উলামার নাযেম নির্বাচিত হন।
উল্লেখযোগ্য সম্মাননা
  • ১৯৮০ সালের ১২ই ফেব্রুয়ারি রিয়াদে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নদভীকে শাহ ফয়সাল এওয়ার্ড প্রদান করা হয়।
  • তার ভূমিকায় সীরাত গ্রন্থ পাকিস্তান পাকিস্তান থেকে প্রকাশিত হলে প্রেসিডেন্ট জিয়াউল হক তাকে একলাখ রূপী সম্মানী প্রদান করেছিলেন।
  • ১৯৯৯ সালে দুবাইয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ইসলামী বিশ্বের মহান ব্যক্তিত্বের এওয়ার্ড প্রদান করা হয়।
  • ১৯৯৯ সালে অক্সফোর্ড ইসলামী সেন্টারের পক্ষ থেকে ব্রুনাই ইন্টারন্যাশনাল এওয়ার্ড পুরস্কার পান।
ভ্রমণ
  • ১৯২৯ সালে দূর পথের প্রথম সফর করেন লাহাের। সেখানে কবি ড. ইকবালের সাথে সাক্ষাৎ করেন।
  • ১৯৩৫ সালে দলিত নেতা ডঃ আম্বেদকরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বােম্বে সফর করেন।
  • ১৯৪৭ সালে হজ্জ উপলক্ষে প্রথম সফর করেন এবং কয়েকমাস হেজায়ে অবস্থান করেন । এটাই তার প্রথম বিদেশ সফর।
  • ১৯৫০ সালে হজ্জের দ্বিতীয় সফর করেন। এ বছর মিসর , সুদান , সিরিয়া ও জর্দান সফর করেন।
  • ১৯৫১ সালে মিসরে প্রথম সফর ছিল। উক্ত সফরে ফিলিস্তিন, বায়তুল মুকাদ্দাস ও মসজিদে আকসা যিয়ারতে গিয়েছিলেন। ফেরার পথে জর্দানের আমীর শাহ আবদুল্লাহর সাথে সাক্ষাৎ হয়।
  • ১৯৫৬ সালে প্রথম তুরস্ক সফর করেন। এ বছর লেবাননও সফর করেন।
  • ১৯৬০ সালে বার্মা সফর করেন।
  • ১৯৬২ সালে প্রথম কুয়েত সফর করেন। অতঃপর উপসাগরীয় দেশসমূহ সফর করেন। জর্দান ও ইয়ামনও সফর করেন।
  • ১৯৬৩ সালে ইউরােপে প্রথম সফর করেন। এ সফরে তিনি লন্ডন, প্যারিস, কেমব্রিজ, অক্সফোর্ড ও স্পেনের গুরুত্বপূর্ণ শহরগুলাে সফর করেন।
  • ১৯৭৬ সালে মসজিদে আকসা সফর করেন।
  • ১৯৭৭ সালে আমেরিকায় প্রথম সফর করেন। এখানে দুই মাস দশ দিন অবস্থান করেন।
  • ১৯৭৭ সালে আফগানিস্তান, ইরান, ইরাক ও লেবানন সফরে রাবেতা আলমে ইসলামী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
  • ১৯৮৫ সালে বেলজিয়াম।
  • ১৯৮৭ সালে তাশক, সমরকন্দসহ অন্যান্য শহর।
  • ১৯৭৩ ও ১৯৮৪ সালে জর্দান।
  • ১৯৭৩ সালে স্পেন, ১৯৭৩ সালে আফগানিস্তান এবং ১৯৭৪, ৭৬, ৮৩, ৮৮, ৯৩ ও সর্বশেষ ১৯৯৯ সালের সংযুক্ত আরব আমিরাত।
  • ১৯৭৭ ও ১৯৯৩ সালে উত্তর আমেরিকা।
  • ১৯৬৩, ৬৪, ৬৯, ৮৩, ৮৬, ৮৭, ৮৯, ৯২ ও ১৯৯৩ সালে ইউরােপ।
  • ১৯৭৩ সালে ইরান।
  • ১৯৫৯, ৬৪, ৭৮, ৮৪ ও ১৯৮৬ সালে পাকিস্তান।
  • ১৯৮৬ সালে বুখারা।
  • ১৯৬৩ ও ১৯৮৫ সালে ব্রিটেন।
  • ১৯৮৪ ও ৯৪ সালে বাংলাদেশ।
  • ১৯৫৬, ৬৪, ৮৬, ৮৯, ৯৩ ও ১৯৯৬ সালে তুরস্ক।
  • ১৯৮২ ও ১৯৮৬ সালে আলজেরিয়া।
  • ১৯৪৭, ৫১, ৬২, ৬৫, ৬৭ ও ১৯৬৯ সালে হেজায। এরপর আরাে অনেকবার।
  • ১৯৭৯ ও ১৯৯৫ সালে কাতার।
  • ১৯৭৬ ও ৮৬ সালে মরক্কো।
  • ১৯৮২ সালে শ্রীলঙ্কা।
  • ১৯৯৩ সালে সমরকন্দ।
  • ১৯৫১ সালে সুদান।
  • ১৯৫১, ৫৬, ৬৪ ও ১৯৭৩ সালে সিরিয়া।
  • ১৯৫৬ ও ১৯৭৩ সালে ইরাক।
  • ১৯৫১, ৭৩, ৮৪ ও ১৯৯৮ সালে ওমান।
  • ১৯৫১ সালে ফিলিস্তিন।
  • ১৯৬২, ৭৮, ৮৩ ও ১৯৮৭ সালে কুয়েত।
  • ১৯৫৬ ও ১৯৭৩ সালে লেবানন।
  • ১৯২৯ সালে লাহাের।
  • ১৯৮২ ও ১৯৮৭ সালে মালয়েশিয়া।
  • ১৯৮৪ সালে ইয়ামান সফর করেন।

আরও দেখুন সম্পাদনা