আবুল বাশার কৃষি কলেজ

আবুল বাশার কৃষি কলেজ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর আওতাধীনে পরিচালিত একটি কলেজ। এটি রাজধানী ঢাকার অদূরে অবস্থিত ঐতিহ্যবাহী ধামরাই উপজেলায় অবস্থিত।[২]

আবুল বাশার কৃষি কলেজ
অবস্থান
মঙ্গলবাড়ী, ধামরাই

,
১৩৪৫

তথ্য
ধরনবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
নীতিবাক্যজ্ঞান দক্ষতা চরিত্র
প্রতিষ্ঠাকাল২০০৩
প্রতিষ্ঠাতাকৃষিবিদ এ.এম.এম. সালেহ
কলেজ কোড৫০১২৮
অধ্যক্ষনুরুল ইসলাম (ভারপ্রাপ্ত)
শিক্ষকমণ্ডলী23
ওয়েবসাইটabkc.edu.bd [১]

ইতিহাস সম্পাদনা

২০০২ সনের ডিসেম্বর মাসে কলেজটি প্রতিষ্ঠার জন্য প্রস্তাব করা হয়, অতপর ১৩ সেপ্টম্বর ২০০৩ সনে বাংলাদেশ কারিগরি শিক্ষা র্বোড কলেজটিকে একাডেমিক র্কাযক্রম পরিচালনার জন্য স্বীকৃতি প্রদান করে । ফলে ২০০৩-২০০৪ সেশনে ছাত্রছাত্রী ভর্তির মাধ্যমে কলেজটি যাত্রা শুরু করে ।

অবস্থান সম্পাদনা

ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নে এস এইচ এম আবুল বাশারের স্মরণে কনিষ্ঠ ভাই এ এম এম সালেহ কলেজটি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠানের বর্ণনা সম্পাদনা

কলেজটি ৩৩২.১ শতাংশ বিস্তীর্ণ সমতল ভূমির উপর প্রতিষ্ঠিত । দুইটি তিন তলা বিশিষ্ঠ পাকা ভবন এবং দুই টি টিনশেড বিল্ডিং এই মোট ৫টি ভবনে প্রশাসনিক ও একাডেমিক কার্যকম প্ররিচালিত হয় । আবাসিক ছাত্রদের জন্য ১টি টিনশেড বিল্ডিং ছাত্রাবাস হিসেব ব্যবহার হয় । ছাত্র/ছাত্রীদের হাতে কলমে শিক্ষা দেয়ার জন্য রয়েছে নার্সারী এবং পুকুর । কলেজটিতে কৃষি ও ফিশারীজ এই দুইটি কারিগরি ট্রেডে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষকগণ পাঠদান করিয়ে থাকে ।


তথ্যসূত্র সম্পাদনা

  1. "আবুল বাশার কৃষি কলেজের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট"। ২০২৩-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০১ 
  2. "ধামরাই উপজেলার ওয়েবসাইটে আবুল বাশার কৃষি কলেজ"। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০১ 

বহিঃসংযোগ সম্পাদনা