আবার বছর কুড়ি পরে (চলচ্চিত্র)

২০২২ সালের বাংলা চলচ্চিত্র

আবার বছর কুড়ি পরে শ্রীমন্ত সেনগুপ্ত রচিত ও পরিচালিত ২০২৩ সালের সালের বাংলা চলচ্চিত্র। প্রতীক চক্রবর্তী, অনিমেষ গাঙ্গুলি এবং সৌম্য সরকার ছবিটিকে যৌথভাবে প্রযোজনা করেছেন। রণজয় ভট্টাচার্য ছবিতে সঙ্গীত দিয়েছেন। ছবিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায় প্রমূখ।[১]

আবার বছর কুড়ি পরে
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকশ্রীমন্ত সেনগুপ্ত
প্রযোজকপ্রতীক চক্রবর্তী
অনিমেষ গাঙ্গুলি
সৌম্য সরকার
রচয়িতাশ্রীমন্ত সেনগুপ্ত
শ্রেষ্ঠাংশেআবির চট্টোপাধ্যায়
রুদ্রনীল ঘোষ
তনুশ্রী চক্রবর্তী
অর্পিতা চট্টোপাধ্যায়
সুরকাররণজয় ভট্টাচার্য
চিত্রগ্রাহকপ্রতিপ মুখোপাধ্যায়
সম্পাদকদেবাশীষ দাস
প্রযোজনা
কোম্পানি
পিএসএস এন্টারটেনমেন্টস
পরিবেশকপ্রমোদ ফিল্মস
মুক্তি
  • ১৮ ফেব্রুয়ারি ২০২২ (2022-02-18)
স্থিতিকালমিনিট
দেশভারত
ভাষাবাংলা

অভিনয়ে সম্পাদনা

  • আবির চট্টোপাধ্যায়
  • রুদ্রনীল ঘোষ
  • তনুশ্রী চক্রবর্তী
  • অর্পিতা চট্টোপাধ্যায়
  • তানিকা বসু
  • দিব্যশা দাস
  • আর্য দাসগুপ্ত
  • পুষণ দাসগুপ্ত
  • অরুন মুখোপাধ্যায়
  • রাজর্ষি নাগ

সঙ্গীত সম্পাদনা

সংখ্যা গানের নাম গানের কথা সঙ্গীতশিল্পী
আবার বছর কুড়ি পরে (টাইটেল ট্র্যাক) তমোঘনা চট্টোপাধ্যায় রূপঙ্কর বাগচী
দেখা হয়ে যায় রণজয় ভট্টাচার্য রণজয় ভট্টাচার্য, অন্বেষা
আদর অনিন্দ্য চট্টোপাধ্যায় অনিন্দ্য চট্টোপাধ্যায়
আলোর শহর তমোঘনা চট্টোপাধ্যায় রুপম ইসলাম
বন্ধু রণজয় ভট্টাচার্য সিধু, পটা এবং শাওনী মজুমদার
আদর (রিপ্রাইস ভার্সন) অনিন্দ্য চট্টোপাধ্যায় লগ্নজিতা চক্রবর্তী
বন্ধু (রিপ্রাইস ভার্সন) রণজয় ভট্টাচার্য শাওনী মজুমদার

তথ্যসূত্র সম্পাদনা