আবদুল হামিদ মিয়া (১৮৮৭-১৯৭৬) ছিলেন একজন বাঙালি রাজনীতিক ও সমাজসেবক। তিনি রাজশাহীতে মুসলিম লীগ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেন এবং পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য (এমএলএ) ছিলেন।[১][২][৩]

আবদুল হামিদ মিয়া
পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য
কাজের মেয়াদ
১৫ আগস্ট ১৯৪৭ – ৩ এপ্রিল ১৯৫৪
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৮৮৭
কাদিরগঞ্জ, রাজশাহী জেলা, ব্রিটিশ ভারত
মৃত্যু১৯৭৬(1976-00-00) (বয়স ৮৮–৮৯)
রাজশাহী
রাজনৈতিক দলমুসলিম লীগ
দাম্পত্য সঙ্গীজেবুন নেসা
সম্পর্কখায়রুজ্জামান লিটন (পৌত্র)
সন্তানকামারুজ্জামান সহ ১২
পিতামাতালাল মোহাম্মদ সরদার (পিতা)
পেশারাজনীতিবিদ

প্রাথমিক জীবন সম্পাদনা

আবদুল হামিদ মিয়ার জন্ম ১৮৮৭ সালে ব্রিটিশ ভারতের রাজশাহীর কাদিরগঞ্জে। তার পিতা লাল মোহাম্মদ সরদার দু'বার অবিভক্ত বাংলার লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য (এমএলসি) ছিলেন।[৩]

পারিবারিক জীবন সম্পাদনা

আবদুল হামিদ মিয়ার স্ত্রী জেবুন নেসা। এই দম্পতীর ১২ ছেলে-মেয়ের মধ্যে প্রথম সন্তান আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে গঠিত অস্থায়ী সরকারের স্বরাষ্ট্র, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। হামিদ মিয়ার পৌত্র এ এইচ এম খাইরুজ্জামান লিটন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র।

হামিদ মিয়ার পিতা লাল মোহাম্মদ সরদার দু'বার অবিভক্ত বাংলার লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য (এমএলসি) ছিলেন।[৪]

রাজনৈতিক জীবন সম্পাদনা

আবদুল হামিদ মিয়া রাজশাহী অঞ্চলের মুসলিম লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৬ সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত দুই মেয়াদে অবিভক্ত বাংলা ও পরে পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য ছিলেন।[৩]

মৃত্যু সম্পাদনা

আবদুল হামিদ মিয়া ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "রাজশাহী বিশ্ববিদ্যালয়"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৪ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৩ 
  2. "প্রখ্যাত ব্যক্তিত্ব, রাজশাহী জেলা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৪ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৩ 
  3. শহীদ এ এইচ এম কামারুজ্জামান স্মারকগ্রন্থ, ১ম খণ্ডবাংলাদেশ। ২০২০। পৃষ্ঠা ২০২৪। আইএসবিএন 9789843493125 
  4. "সরদার, লালমোহাম্মদ - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৩