আবদুল বিসমিল্লাহ
আবদুল বিসমিল্লাহ (अब्दुल बिस्मिल्लाह जन्म; জন্ম: ৫ জুলাই ১৯৪৯) একজন ভারতীয় ঔপন্যাসিক, যিনি হিন্দিতে লিখে থাকেন, মুসলিম গ্রামীণ সম্প্রদায়ের জীবনের ছোট গল্পের জন্য পরিচিত। তিনি বর্তমানে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপক। [১] তাঁর গল্পের সংকলন রাফ রাফ মেইল ফরাসি ভাষায় রাফ রাফ এক্সপ্রেস নামে অনূদিত হয়েছে।
তথ্যসূত্রসম্পাদনা
একজন ভারতীয় লেখক বা কবি বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |