আবদুল খালেক (ফুটবলার)

আবদুল খালেক (এছাড়াও হাজি খালেক নামে পরিচিত) একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে মুক্তিযোদ্ধা হিসেবে একজন ফুটবল যোদ্ধার ভূমিকা পালন করেছিলেন।[১] স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে খেলে মুক্তিযোদ্ধাদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহ করেছিলেন।

আবদুল খালেক
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আবদুল খালেক
জন্ম স্থান সাতক্ষীরা, বাংলাদেশ
মৃত্যু ১৪ জুন ২০১৯(২০১৯-০৬-১৪)
মৃত্যুর স্থান সাতক্ষীরা, বাংলাদেশ
জাতীয় দল
স্বাধীন বাংলা

ব্যক্তিগত জীবন সম্পাদনা

আবদুল খালেক বাংলাদেশের সাতক্ষীরার লস্করপাড়া মহল্লায় জন্মগ্রহণ করেছিলেন। তার পাঁচ পুত্র ও তিন কন্যা সন্তান রয়েছে।[২] পায়ে গ্যাংক্রিন আক্রান্ত হওয়ার পর তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ২০১৯ সালের ১৪ই জুন তারিখে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরায় তার নিজ গ্রামে তিনি মৃত্যুবরণ করেছেন।[৩][৪][৫] মৃত্যুর পর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অভিমান নিয়ে চলে গেলেন খালেক"দৈনিক কালের কণ্ঠ। ১৬ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৯ 
  2. "চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের হাজি খালেক"দৈনিক ইত্তেফাক। ১৫ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৯ 
  3. "Abdul Khalek passes away"দ্য ডেইলি স্টার। ১৬ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২১ 
  4. "Swadhin Bangla footballer Abdul Khalek passes away"নিউ এজ। ১৬ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২১ 
  5. "Swadhin Bangla footballer Khalek no more"ঢাকা ট্রিবিউন। ১৬ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২১