আবদুল আকবর চিত্রালি

মাওলানা আবদুল আকবর চিত্রালি একজন পাকিস্তানি রাজনীতিবিদ যিনি আগস্ট ২০১৮ সাল থেকে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য।

মাওলানা আবদুল আকবর চিত্রালি
পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৩ আগস্ট ২০১৮
সংসদীয় এলাকাএনএ -১ (চিত্রাল)
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাপাকিস্তানি
রাজনৈতিক দলমুত্তাহিদা মজলিসে আমল(এমএমএ)

রাজনৈতিক ও কর্মজীবন সম্পাদনা

তিনি ২০১৮ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে এনএ -১ (চিত্রাল) আসন থেকে জামাত-ই-ইসলামীর প্রার্থী হিসাবে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন । [১] তিনি ৪৮,৬১৬ ভোট পেয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থী আবদুল লতিফকে পরাজিত করেন। [২] এর আগে তিনি ২০০২ সালে জেনারেল (অবঃ) মোশাররফের নেতৃত্বে সরকারের সময়েও এমএনএ হিসাবে কেপির চিত্রাল জেলাতেও দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "MMA wins NA-1, PA-1 contests"The Nation। ২৮ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৮ 
  2. "NA-1 Result - Election Results 2018 - Chitral - NA-1 Candidates - NA-1 Constituency Details - thenews.com.pk"www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৮