আবদাল্লাত ডেভিস ফারাজ সিনড্রোম

আবদাল্লাত ডেভিস ফারাজ সিনড্রোম হচ্ছে ফাকোম্যাটোসিসের একটি ধরন। এটি কেন্দ্রীয় স্নায়ুব্যবস্থার একটি রোগ। যার ফলে চামড়ায় অস্বাভাবিকতা দেখা যায়। এর ফলে চামড়া তার স্বাভাবিক রং হারায়।

আবদাল্লাত ডেভিস ফারাজ সিনড্রোম
আবদাল্লাত ডেভিস ফারাজ সিনড্রোম এর বংশগতির অটোসমাল রিসেসিভ বিন্যাস আছে
বিশেষত্বস্নায়ুচিকিৎসাবিজ্ঞান উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

এই সিণ্ড্রোম বা লক্ষণের নামকরণ করা হয়েছে ১৯৮০ সালে আদনান আবদাল্লাত নামক জর্ডানীয় চিকিৎসকের নাম অনুসারে। জর্দান পরিবারের একজন সদস্যের মধ্যে আদনান এবং তার সহযোগীরা প্রথম এই লক্ষণ পেয়েছিলেন।[১]

এই লক্ষণ অটোসমাল রিসেসিভ জিনেটিক বৈশিষ্ট্য হিসেবে রোগী উত্তরাধিকার সুত্রে পেয়ে থাকেন। অর্থাৎ, কোনো রোগীর মধ্যে এই লক্ষণ পূর্ণ বিকশিত তখনি হবে, যদি সেই রোগীর পিতা এবং মাতা দুজনেই এই রোগকে জিনে ধারণ করেন এবং পিতা-মাতা দুইজন থেকেই এই রোগ তিনি পেয়ে থাকেন। যেহেতু অটোজম (লিঙ্গ নির্ধারণকারী জিন নয়) একে বহন করে, তাই নারী-পুরুষ যে কারোরই এটি হতে পারে। যাদের শুধুমাত্র একটি জিন এই রোগকে ধারণ করে, তারা শুধুমাত্র বাহক, তাদের এই রোগের লক্ষণ প্রকাশ পাবে না। কিন্তু যাদের দুইটি জিনই (পিতা ও মাতা থেকে একসেট করে ক্রোমোজম আসে এবং দুইজনের ক্রোমোজমেই যদি রোগটি থাকে) এরোগকে বহন করে, তাহলে উক্ত ব্যক্তির এক বছর হওয়ার আগেই লক্ষণ প্রকাশ পাবে।[তথ্যসূত্র প্রয়োজন]

বৈশিষ্ট্য সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Abdallat, A.; Davis, S. M.; Farrage, J.; McDonald, W. I. (১৯৮০)। "Disordered pigmentation, spastic paraparesis and peripheral neuropathy in three siblings: A new neurocutaneous syndrome"Journal of Neurology, Neurosurgery, and Psychiatry43 (11): 962–966। ডিওআই:10.1136/jnnp.43.11.962পিএমআইডি 7441281পিএমসি 490745  

বহিঃসংযোগ সম্পাদনা

শ্রেণীবিন্যাস

টেমপ্লেট:Phakomatoses