আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

চলচ্চিত্র উৎসব

আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ( AFRIFF ) হল একটি বার্ষিক চলচ্চিত্র উৎসব যা নাইজেরিয়ায় অনুষ্ঠিত হয়। এটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম[১][২] উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল পোর্ট হারকোর্ট, রিভারস স্টেট, নাইজেরিয়ার। AFRIFF প্রতিষ্ঠা করেছিলেন চিওমা উডে একজন আবেগী চলচ্চিত্র,[৩][৪] অনুষ্ঠানটি সাধারণত এক সপ্তাহব্যাপী চলে। এতে পুরস্কার শো এবং চলচ্চিত্র প্রশিক্ষণ ক্লাসও অন্তর্ভুক্ত থাকে। কিথ শিরি যিনি পিকচার্সে আফ্রিকার প্রতিষ্ঠাতা তিনিই এই উৎসবের শৈল্পিক পরিচালক।[৫][৬] AFRIFF ফিচার, ডকুমেন্টারি, শর্ট, অ্যানিমেশন এবং স্টুডেন্টস শর্ট বিভাগে সম্মাননা প্রদান করে। তারই সাথে সাথে পরিচালনা, অভিনয় এবং চিত্রনাট্যের জন্যও পুরস্কার দেয়।অডিয়েন্স চয়েস এবং একটি অসাধারণ ফিল্ম জুরি অ্যাওয়ার্ডের এই বিভাগে অতিরিক্ত দুটি বিশেষ পুরস্কার রয়েছে।[৭]

আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
AFRIFF অফিসিয়াল লোগো
অবস্থান টিনাপা, ক্যালাবার, নাইজেরিয়া
প্রতিষ্ঠিত ২০১০
প্রতিষ্ঠাতা চিওমা উদে [ উদ্ধৃতি প্রয়োজন ]
ভাষা আন্তর্জাতিক
ওয়েবসাইট www.afriff.com

তথ্যসূত্র সম্পাদনা

  1. "AFRIFF Festival"। bukinacultures.net। ৩১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৪ 
  2. "AFRIFF Festival"। nigercultures.net। ৯ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৪ 
  3. "AFRIFF"devex। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২১ 
  4. "Africa International Film Festival"। ১৫ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৪ 
  5. "AFRIFF brings Hollywood Stars to Nigeria"। modernghana.com। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৪ 
  6. "Africa unites in Port Harcourt as AFRIFF debuts"। bellanaija.com। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৪ 
  7. "AFRIFF"FilmFreeway (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩১