আফ্রিকান পাথুরে তুলিকা

পাখির প্রজাতি

আফ্রিকান পাথুরে তুলিকা (Anthus crenatus), এছাড়াও যারা হলদেটিকি তুলিকা নামে পরিচিত, হল একপ্রকারের পাখি যারা প্রধানত মোটাসিলিডি পরিবারের অন্তর্ভুক্ত। এদের প্রধান বাসস্থান হল লেসোথো এবং দক্ষিণ আফ্রিকা। এদের সাধারণ বসবাসে জায়গা হল ক্রান্তীয় এবং উপক্রান্তীয় ঘাসভূমি।

আফ্রিকান পাথুরে তুলিকা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Passeriformes
পরিবার: Motacillidae
গণ: Anthus
প্রজাতি: A. crenatus
দ্বিপদী নাম
Anthus crenatus
Finsch & Hartlaub, 1870

তথ্যসূত্র

সম্পাদনা
  1. BirdLife International (২০১২)। "Anthus crenatus"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩