আফগানিস্তানের সলিডারিটি পার্টি

আফগানিস্তানের সলিডারিটি পার্টি (দারি: حزب همبستگی افغانستان‎; হেজেব-ই হেমবেস্তেগি-ই আফগানিস্তান; সংক্ষেপে এসপিএ) হল আফগানিস্তানের একটি ছোট রাজনৈতিক দল।[৪] দলটির প্ল্যাটফর্ম চারটি প্রধান বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে: ধর্মনিরপেক্ষতা, নারীর অধিকার, গণতন্ত্র ও আফগানিস্তানে ন্যাটোর রেজোলিউট সাপোর্ট মিশনের বিরোধিতা।[৫] দলটি আফগান সরকারের কঠোর সমালোনা করে, যেটিকে তারা দুর্নীতিবাজ, মৌলবাদী ও যুদ্ধবাজদের দ্বারা আধিপত্যকারী হিসাবে দেখে।[৫] দলটি দাবি করে দলে প্রায় ৩০,০০০ সদস্য রয়েছে।[৫]

আফগানিস্তানের সলিডারিটি পার্টি
حزب همبستگی افغانستان
নেতাদাউদ রাজমাক[১]
প্রতিষ্ঠা১৭ এপ্রিল ২০০৪
সদর দপ্তরকাবুল
সদস্যপদ৩০০০ (প্রায়)[২]
ভাবাদর্শধর্মনিরপেক্ষতা
সামাজিক গণতন্ত্র
গণতান্ত্রিক সমাজতন্ত্র
প্রগতিবাদ
সমাজতান্ত্রিক নারীবাদ
গণতন্ত্রীকরণ
সংস্কারবাদ
সাম্রাজ্যবাদ বিরোধী
বামপন্থী জাতীয়তাবাদ
রাজনৈতিক অবস্থানবামপন্থী
আন্তর্জাতিক অধিভুক্তিপ্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল[৩]
ওয়েবসাইট
www.hambastagi.org/new/en/

ইতিহাস সম্পাদনা

দলটি ২০০৫ ও ২০১০ সালের সংসদ নির্বাচন বর্জন করেছিল।[৪]

২০১২ সালের এপ্রিলের শেষের দিকে কাবুলে একটি বিক্ষোভের পরে দলটিকে স্থগিত করা হয় যেখানে দলটি গত তিন দশকের সংঘাতে যুদ্ধাপরাধের জন্য প্রাক্তন নেতা ও কমান্ডার সহ বেশ কয়েকজন আফগান নেতাকে অভিযুক্ত করেছিল ও তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছিল।[৪]

এসপিএ ২০০৪, ২০০৯ এবং ২০১৪ সালের আফগান রাষ্ট্রপতি নির্বাচন বর্জন করেছিল কারণ দলটি অভিযোগ করেছে যে মার্কিন সরকারের অনুমোদন ছাড়া কোনও ব্যক্তি নির্বাচিত হতে পারে না।[৫] তবে দলটি প্রাদেশিক নির্বাচনে অংশ নেয় কারণ তারা বিশ্বাস করে যে এই নির্বাচনগুলি অধিক গণতান্ত্রিক হবে ও কেন্দ্রীয় সরকারের পক্ষে নিয়ন্ত্রণ বা কারচুপি করা কঠিন হবে।[৫] ২০১৩ সালের প্রাদেশিক নির্বাচনে কোনো এসপিএ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেনি, যদিও দলটি নির্দিষ্ট প্রার্থীদের সমর্থন করেছিল।[৫] দলটি ২০১৯ সালে উত্তর-পূর্ব সিরিয়ায় তুর্কি আক্রমণের নিন্দা জানিয়েছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Amiri, Ehsanullah (অক্টোবর ১২, ২০১৪)। "Islamic State's Siege of Kobani, Syria Sparks Protest in Kabul, Afghanistan"Wall Street Journal – www.wsj.com-এর মাধ্যমে। 
  2. Afghanistan, Osservatorio। "Interview with Hafiz Rasikh, member of Solidarity Party of Afghanistan, on upcoming elections"www.hambastagi.org। ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৩ 
  3. "Solidarity Party of Afghanistan"progressive.international। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০ 
  4. "Afghanistan suspends political party sparking fears over freedom of speech | World news"The Guardian। ১৪ জুন ২০১২। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-০৮ 
  5. "Interview with Hafiz Rasikh, member of Solidarity Party of Afghanistan, on upcoming elections"। Solidarity Party of Afghanistan/Osservatorio Afghanistan। ১০ ফেব্রুয়ারি ২০১৪। ১৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ সম্পাদনা

দাপ্তরিক ওয়েবসাইট