আপ্পাসাহেব ধর্মাধিকারী
আপ্পাসাহেব ধর্মাধিকারী, (জন্ম: দত্তাত্রেয় নারায়ণ) ভারতের মহারাষ্ট্রের একজন ভারতীয় সামাজকর্মী। ডাঃ নানাসাহেব ধর্মধিকারীর পদক্ষেপ অনুসরণ করে, মহারাষ্ট্রে তিনি বৃক্ষরোপণ, রক্তদান শিবির, নিখরচায় মেডিকেল ক্যাম্প, চাকরি মেলা, পরিচ্ছন্নতা অভিযান, কুসংস্কার নির্মূলকরণ, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ইত্যাদি কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করেছেন।
২০১৪ সালে, তাকে ড. ডিওয়াই পাতিল বিশ্ববিদ্যালয়, নেরুল থেকে ডক্টর অফ লেটারস প্রদান করা হয়েছিল। [১]
২০১৭ সালে, তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। [২]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Social reformer Appasaheb Dharmadhikari to be conferred with honorary doctorate"। Daily News and Analysis। ৪ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "'पद्मश्री' सन्मानाने अधिक जोमाने काम करण्याची प्रेरणा: आप्पासाहेब धर्माधिकारी"। Loksatta। ২৫ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৯।