আন্না

বাংলাদেশী অভিনেত্রী

আন্না (জন্ম ২৯ এপ্রিল)[১][২] হচ্ছেন একজন সাবেক বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী, নৃত্যশিল্পী ও প্রযোজক।[৩][৪] তিনি ২০০৬ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় রানার্সআপ হন। এরপর ২০০৭ সালে শাকিব খান অভিনীত এফআই মানিকের মায়ের হাতে বেহেস্তের চাবি চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে তার।[৫]

আন্না
জন্ম
নাহিদা আশরাফ আন্না[৬]

২৯ এপ্রিল
পেশাঅভিনেত্রী, নৃত্যশিল্পী
কর্মজীবন২০০৭-২০১৮
দাম্পত্য সঙ্গীসাগর সিদ্দিকী (বি. ২০১৬)

কর্মজীবন সম্পাদনা

আন্না ২০০৭ সালে শাকিব খান অভিনীত এফ আই মানিকের মায়ের হাতে বেহেস্তের চাবি চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটান।[৫] এরপর তিনি প্রায় অর্ধশত চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে পিতা মাতার আমানত, মা বাবা আর সন্তান, জীবন যুদ্ধ, সমাধি, মনের ঘরে বসত করে, সন্তান আমার অহংকার, পাঁচ টাকার প্রেম, স্বামী হারা সুন্দরী, তুমি আমার স্বামী, বাজাও বিয়ের বাজনা ইত্যাদি।[৭][২]

এছাড়াও বউ বাড়ীজামাই সাহেব নামে দুটি নাটকও প্রযোজনা করেছেন তিনি।[৫][৮] ছায়ানট থেকে ক্ল্যাসিক্যাল নৃত্যের উপর প্রশিক্ষণও গ্রহণ করেন তিনি।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

আন্না ২০১৬ সালের ১ জানুয়ারি সাগর সিদ্দিকী নামে একজন আইনজীবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[৯]

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নাচ-অভিনয় ছেড়ে আল্লাহর পথে আন্না"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯ 
  2. "বোনের বাসায় জন্মদিনের কেক কাটলেন অভিনেত্রী আন্না"Chhayachhanda। ২০২১-০৪-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯ 
  3. "হঠাৎ ধার্মিক নায়িকা আন্না"NTV Online (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৩-১৬। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯ 
  4. "স্বপ্নের মধ্যে 'কেয়ামত' দেখে অভিনয় ছাড়লেন এক নায়িকা"The Dhaka Times। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯ 
  5. "ঈদে নায়িকা আন্নার প্রযোজনায় আসছে দুই নাটক"Dhakatimes24। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯ 
  6. "হাসপাতালে ভর্তি অভিনেত্রী আন্না"Risingbd। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯ 
  7. "অভিনয়ে ফিরলেন চিত্রনায়িকা আন্না"DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯ 
  8. "নিয়মিত নাটক প্রযোজনায় আন্না"Chhayachhanda। ২০২১-০৪-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯ 
  9. "'আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, হিজাব পরি তাই অভিনয়ে আর ফিরবো না'"somoynews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা