আন্দ্রে ফ্রেডেরিক কুরনান্ড
আন্দ্রে ফ্রেডেরিক কুরনান্ড (২৪ সেপ্টেম্বর ১৮৯৫ - ১৯ ফেব্রুয়ারী ১৯৮৮) হলেন একজন ফরাসি-আমেরিকান চিকিৎসক এবং শারীরতত্ত্ববিদ। হৃদযন্ত্রের ক্যাথেটারাইজেশনের উন্নয়নে অবদান রাখায় তাকে ১৯৫৬ সালে ওয়ের্নার ফর্সম্যান এবং ডিকিনসন ডব্লিউ রিচার্ডসের সাথে যৌথভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
আন্দ্রে ফ্রেডেরিক কুরনান্ড | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ১৯ ফেব্রুয়ারি ১৯৮৮ | (বয়স ৯২)
জাতীয়তা | ফ্রান্স, যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | প্যারিস বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন |
পুরস্কার | বেসিক মেডিক্যাল রিসার্চের জন্য অ্যালবার্ট লাস্কার পুরস্কার (১৯৪৯) চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৫৬) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | শারীরতত্ত্ব |
প্রতিষ্ঠানসমূহ | কলম্বিয়া ইউনিভার্সিটি কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস |
জীবনী
সম্পাদনাকুরনান্ড ১৮৯৫ সালের ২৪ সেপ্টেম্বর প্যারিসে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং ১৯৪১ সালে সেখানকার নাগরিকত্ব লাভ করেন। তার কর্মজীবনের বেশিরভাগ সময় তিনি কলম্বিয়া ইউনিভার্সিটি কলেজ অভ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস-এর একজন অধ্যাপক কাটান। তিনি নিউ ইয়র্ক সিটির বেলভিউ হাসপাতালেও কাজ করেছেন।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাউৎস
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে আন্দ্রে ফ্রেডেরিক কুরনান্ড সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- Nobelprize.org-এ André F. Cournand (ইংরেজি)
- Nobel biography
- National Academy of Sciences Biographical Memoir