আন্দ্রানিক হাকোবিয়ান

আন্দ্রানিক হাকোবিয়ান (জন্ম ৬ই অক্টোবর, ১৯৮১ আর্মেনিয়ার এচমিয়াজিনে) আর্মেনিয়ান অপেশাদার মুষ্টিযোদ্ধা। তিনি ২০০৮অলিম্পিকে মিডলওয়েট বিভাগে লড়াই করার যোগ্যতা অর্জন করেন।

আন্দ্রানিক হাকোবিয়ান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামԱնդրանիկ Հակոբյան
জাতীয়তা আর্মেনিয়া
উচ্চতা১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
ওজন৭৬ কিলোগ্রাম (১৬৮ পা)
ক্রীড়া
ক্রীড়ামুষ্টিযুদ্ধ
ওজন শ্রেণীমিডলওয়েট
পদকের তথ্য
বিশ্ব অপেশাদার চ্যাম্পিয়নশিপ
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৯ মিলান মিডলওয়েট

তিনি নইম তারবুঞ্জার কাছে ১৩:১৬তে পরাজিত হন, তবে তৃতীয়স্থানের লড়াইয়ে তিনি ইস্তভান জিলকে পরাস্ত করেন। ২০০৯ বিশ্ব অপেশাদার মুষ্টিযুদ্ধ চ্যাম্পিয়নশিপে তিনি রূপো জেতেন। আর আব্বোস আতোয়েভ জেতেন সোনা।

বহিঃসংযোগ

সম্পাদনা