আন্দুল রাজবাড়ি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত হাওড়া জেলার অন্দরে অবস্থিত আন্দুলের একটি প্রাসাদ বা রাজবাড়ি। এই স্থানটি কলকাতার কাছাকাছি অঞ্চলের মধ্যে পড়ে। এটি আন্দুলের ঐতিহ্যবাহী স্থান।

আন্দুল রাজবাড়ি
ধরনপ্রত্নতাত্ত্বিক নিদর্শন
অবস্থানআন্দুল
অঞ্চলহাওড়া জেলা

ইতিহাস সম্পাদনা

 
আন্দুল রাজবাড়ির প্রবেশদ্বার

রাজা রামনারায়ণ বাহাদুর ১৮৩০ সালে প্রাসাদটি তৈরির কাজ শুরু করেন এবং ১৮৩৪ সাল পর্যন্ত এটির নির্মাণ কাজ চলমান ছিলো।[১] রাজবাড়িটি গ্র্যানভিল ম্যাক্লিওড কোম্পানি দ্বারা নির্মাণ করা হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "আন্দুল রাজবাড়ি সাজাবে রাজ্য"আনন্দবাজার। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২২