আন্দামান ফিঙে পাখি

পাখির প্রজাতি

আন্দামান ফিঙে পাখি (Dicrurus andamanensis) dicruridae পরিবারের একটি পাখির প্রজাতি। এটি ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের একটি স্থানীয় পাখি।

আন্দামান ফিঙে পাখি
Nominate race Havelock Island
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Aves
বর্গ: Passeriformes
পরিবার: Dicruridae
গণ: Dicrurus
প্রজাতি: D. andamanensis
দ্বিপদী নাম
Dicrurus andamanensis
Beavan, 1867

আন্দামান ফিঙে পাখি সাধারণত ২৮-২৯ সেমি লম্বা হয়ে থাকে, যদিও dicruriformis উপপ্রজাতিটি লম্বায় ৩৫ সেমি হয়। এদের একটি শক্ত চঞ্চু আছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Dicrurus andamanensis"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১২। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩