আন্তর্জাতিক রং দিবস

আন্তর্জাতিক রং দিবস (আইসিডি) প্রতিবছর ২১ মার্চ পালিত আন্তর্জাতিক দিবস।[১] দিসবটি যথাযথ বিবেচিত হয়ে আসছে, যখন থেকে রঙ দৃশ্যমান উপলব্ধির বিষয় হয়ে উঠেছে। এটি মানব জীবনের সবচেয়ে প্রভাবশালী ঘটনাগুলির একটি এবং এমন এক মাধ্যম যা বাস্তবতা অনুধাবনের ক্ষেত্রে সর্বাধিক অবদান রাখে। বিশ্বব্যাপী আন্তর্জাতিক রং দিবসের মাধ্যমে স্মরণীয় রঙের কার্যক্রমসমূহ ক্রমবর্ধমানভাবে বিকশিত হচ্ছে।

আন্তর্জাতিক রং দিবস
আনুষ্ঠানিক নামInternational Colour Day
অন্য নামআইসি
পালনকারী৩০টিরও বেশি দেশে
তারিখমার্চ ২১
পরবর্তী আয়োজন২১ মার্চ ২০২৫
সংঘটনবার্ষিক
সম্পর্কিতরঙ
ইন্টারন্যাশনাল কালার অ্যাসোসিয়েশন

তথ্যসূত্র সম্পাদনা

  1. "International Colour Day"coloursociety (ইংরেজি ভাষায়)। কালার সোসাইটি। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৮